সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিও মেসি-পিএসজি (Lionel Messi-PSG) বিচ্ছেদ হতেই ইনস্টাগ্রামে সাঁ জাঁর ফলোয়ার সংখ্যা কমল ১০ লক্ষ।
বার্সা থেকে প্যারিসের বিখ্যাত ক্লাবে মেসি যোগ দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা বেড়েছিল পিএসজি-র। ক্লেরমন্টের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে ফেলার পরই পিএসজি সমর্থকরা বুঝতে পারছেন মেসির ওজন। মুহূর্তের মধ্যে ফলোয়ার সংখ্যা কমে যায় প্যারিসের বিখ্যাত ক্লাবের।
[আরও পড়ুন: ‘ফের ভাগ্যের সাহায্য পাচ্ছে কোহলি’, টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বিরাট সার্টিফিকেট গাভাসকরের]
ক্লেরমন্টের বিরুদ্ধে পুরো নব্বই মিনিট খেলেছেন এলএম ১০। কিন্তু ম্যাচটা ক্লেরমন্ট ৩-২ গোলে জেতে। অতীতে পিএসজি-র ইনস্টায় ফলোয়ার সংখ্যা ছিল ৬৯.৯ মিলিয়ন। কিন্তু শেষ ম্যাচের পরে ফলোয়াড় সংখ্যা কমে দাঁড়ায় ৬৮.৯ মিলিয়ন।
ক্লেরমন্টের বিরুদ্ধে যে শেষ ম্যাচ খেলতে চলেছেন মেসি, তা আগেই জানিয়েছিলেন পিএসজি কোচ গালতিয়ের। শেষ ম্যাচে মেসির জন্য ছিল না ফেয়ারওয়েল। তাঁকে বিদ্রুপ করেন সমর্থকরা। পিএসজি সমর্থকদের সঙ্গে মেসির সম্পর্কের বরফ গলল না শেষ দিনেও।
প্যারিস সাঁ জাঁর সঙ্গে দু’ বছরের সম্পর্ক চুকতেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, তাঁর পরবর্তী গন্তব্য কোথায়।
এদিকে মেসির সৌদি-যোগ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। আল হিলাল (Al Hilal) তাঁর নতুন ঠিকানা হতে পারে বলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। যদিও মেসি বা আল হিলাল কেউই কোনও মন্তব্য করেননি। সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী আব্দেলআজিজ আল ফয়জল জানিয়েছেন, ঠিক সময়ে মেসির সইয়ের কথা ঘোষণা করা হবে। মেসির সঙ্গে সঙ্গে করিম বেনজিমাকেও সৌদি আরবে দেখা যাবে বলে শোনা যাচ্ছে।
মেসিকে নিয়ে জল্পনার মধ্যেই মহাতারকার বাবা হর্হে মেসিকে বার্সা প্রেসিডেন্ট লাপোর্তার বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছে। ছেলের ভবিষ্যৎ নিয়ে হর্হে মেসি কথা বলেছেন লাপোর্তার সঙ্গে, এমনটাই খবর। মেসির বাবাকে বলতে শোনা গিয়েছে, ”মেসি বার্সায় ফিরতে চায়।” যদিও ক্যাটালান ক্লাবের উপরে নির্ভর করে রয়েছে মেসির বার্সায় (Barcelona) প্রত্যাবর্তন। বার্সার ম্যানেজার জাভি স্বয়ং যোগাযোগ রাখছেন মেসির সঙ্গে। এলএম ১০-কে ধরেই নাকি কৌশল তৈরি করছেন জাভি। মেসির নতুন ঠিকানা জানার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করা ছাড়া উপায় নেই।