shono
Advertisement
Durga Puja Lifestyle-Durga Puja Fashion

পুজোয় চুলের জেল্লা বাড়াবে গোলাপ জল! জেনে নিন কীভাবে

কীভাবে ব্যবহার করবেন এবং কী উপকার পাবেন জেনে নিন।
Published By: Arani BhattacharyaPosted: 09:40 PM Sep 02, 2025Updated: 09:40 PM Sep 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে রূপচর্চায় একটু বেশিই নজর দিতে হয়। তা ত্বক হোক বা চুল। পুজোর সন্ধ্যায় এক একরকমের পোশাকের সঙ্গে মানানসই হেয়ারস্টাইল যেমন মাস্ট তেমনই কিন্তু পুজোর আগে চুলের বাড়তি যত্ন নেওয়াও মাস্ট। আর তাই এক্ষেত্রে ত্বকের পাশাপাশি চুলের যত্নেও আপনি ব্যবহার করতে পারেন গোলাপ জল। কীভাবে ব্যবহার করবেন এবং কী উপকার পাবেন জেনে নিন।

Advertisement

গোলাপ জল চুলকে হাইড্রেটেড রাখে। চুলে আদ্রতা ধরে রাখতেও সাহায্য করে তাই চুলকে হাইড্রেটেড রাখতে গোলাপ জল ব্যবহার করতে পারেন।

চুলের শুষ্কতা মেটাতে, স্ক্যাল্পের খুশকি-সহ নানা সমস্যা মেটাতে গোলাপ জলের জুড়ি মেলা ভার। ফেস মিস্টের মতোই চুলেও গোলাপ জল একইভাবে ব্যবহার করতে পারেন।

চুলে রোজ তেল মাখার সুযোগ না থাকলে সেক্ষেত্রে গোলাপ জল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিয়ে ফেস মিস্ট তৈরি করে ব্যবহার করতে পারেন।

গোলাপ জল, কয়েক চামচ নারকেল তেল, একসঙ্গে মিশিয়ে মিস্ট বানিয়ে একটি স্প্রে বোতলে ভোরে ফ্রিজে রেখে দিন। প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে এই মিস্ট ব্যবহার করুন। বিশেষ করে পুজোর আগে এই কদিন নিয়ম মেনে এইমিস্ট ব্যবহার করলে বিশেষ উপকার পাবেন।

শ্যাম্পু করার পর চুলে হেয়ার সিরাম ব্যবহার করার অভ্যাস থাকলে সেক্ষেত্রেও এই হেয়ার মিস্ট সিরাম হিসাবে ব্যবহার করতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুজোর আগে রূপচর্চায় একটু বেশিই নজর দিতে হয়। তা ত্বক হোক বা চুল।
  • পুজোর সন্ধ্যায় এক একরকমের পোশাকের সঙ্গে মানানসই হেয়ারস্টাইল যেমন মাস্ট তেমনই কিন্তু পুজোর আগে চুলের বাড়তি যত্ন নেওয়াও মাস্ট।
  • আর তাই এক্ষেত্রে ত্বকের পাশাপাশি চুলের যত্নেও আপনি ব্যবহার করতে পারেন গোলাপ জল।
Advertisement