shono
Advertisement

কোটি টাকার অফারেও ‘ঝুঁকেগা নহি’, তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে না আল্লু অর্জুনের

অফার শোনার সঙ্গে সঙ্গেই না করে দেন দক্ষিণী তারকা।
Posted: 01:22 PM Apr 20, 2022Updated: 01:25 PM Apr 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “পুষ্পা রাজ .. ঝুঁকেগা নেহি”এমন মেজাজেই তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের লোভনীর প্রস্তাব ফিরিয়ে দিলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন (Allu Arjun)। সূত্রের খবর মানলে, ছোট্ট একটি বিজ্ঞাপনের জন্য তেলুগু সুপারস্টারকে কয়েক কোটি টাকার অফার দেওয়া হয়েছিল। তা হেলায় ফিরিয়ে দেন তিনি। 

Advertisement

২০২১ সালের ডিসেম্বর মাসে সারা ভারতে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’ (Pushpa: The Rise)।  ছবির গান, সংলাপ এখনও দর্শকদের মুখে মুখে ফেরে। দক্ষিণী সিনেমার ঢেউ সারা ভারতবর্ষেই আছড়ে পড়েছে। পুষ্পা রাজ হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। এমনকী মাধ্যমিকের (Madhyamik Exam 2022) উত্তরপত্রের পাতায় লেখার মতো না পেয়ে শেষ পর্যন্ত ‘পুষ্পা’ সিনেমার সংলাপই লিখে দেয় এক পড়ুয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। 

[আরও পড়ুন: সৌরভের ‘দাদাগিরি’র মঞ্চে যশ-নুসরত জুটির প্রেম, ‘আদিখ্যেতা’, কটাক্ষ নেটিজেনদের]

আড়াইশো কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। সাড়ে তিনশো কোটির বেশি ব্যবসা করেছে। ছবির দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করে রয়েছেন দর্শকরা। কিছুদিন আগেই সার্বিয়া থেকে চল্লিশতম জন্মদিন কাটিয়ে ফিরেছেন আল্লু অর্জুন। শোনা যাচ্ছে, সেখানে যাওয়ার আগেই তামাকজাত পণ্যের এই বিজ্ঞাপনের অফার পান দক্ষিণী তারকা। এক মুহূর্তও না ভেবে না করে দেন তিনি। 

অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অর্জুন নিজে ধূমপান করেন না। তামাকজাত কোনও দ্রব্যের প্রতি তাঁর আসক্তি নেই। দক্ষিণী তারকা একেবারেই চান না, তাঁর কোনও কাজের মাধ্যমে অনুরাগীদের কাছে ভুল বার্তা পৌঁছাক। সেই কারণেই কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দেন। উল্লেখ্য, ২০২৩ সালে ‘পুষ্পা: দ্য রুল’ (Pushpa: The Rule) সিনেমার মুক্তি পাওয়ার কথা। আপাতত তার প্রস্তুতিতেই ব্যস্ত তারকা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

[আরও পড়ুন: চলতি বছরই প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন কেএল রাহুল! বাড়ছে জল্পনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement