সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ জয় দিয়ে ভারতীয় দলে অভিযান শেষ করেছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। মজা করে নিজেকে 'বেকার' বলছেন তিনি। কিন্তু তাঁর জায়গায় আসবেন কে? খুব তাড়াতাড়ি সেই বিষয়ে ঘোষণা করতে চলেছে বিসিসিআই (BCCI)।
বার্বাডোজ থেকে ট্রফি হাতে এখনও দেশে ফিরতে পারেননি রোহিতরা। জয়ের আনন্দের সঙ্গে রয়েছে বিদায়ের সুরও। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত-বিরাট, অন্যদিকে কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন রাহুল দ্রাবিড়। লক্ষ্যপূরণের পর তিনি বলেন, "সামনের সপ্তাহেও আমার জীবনে সবকিছু একই রকম চলবে। শুধু একটাই পার্থক্য থাকবে। আমি তখন বেকার হয়ে যাব।"
[আরও পড়ুন: বাদ বিরাট, ভারতের ৬ জনকে নিয়ে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা আইসিসির]
এমনকী সাংবাদিকের কাছেও প্রস্তাব দিচ্ছেন 'দ্য ওয়াল'। তখনও সেলিব্রেশনের পালা শেষ হয়নি। তাঁর পিঠে জাতীয় পতাকা। সেই সময়ও সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে দ্রাবিড়ের বক্তব্য, "কোনও চাকরি আছে নাকি?" পুরোটাই যদিও ঘটেছে মজার ছলে।
তার মধ্যেই শুধু হয়ে গিয়েছে দ্রাবিড়ের উত্তরসূরি খোঁজার পালা। জল্পনা অনুযায়ী ভারতীয় ক্রিকেট দলে গৌতম গম্ভীরই পেতে পারেন পরবর্তী হেডস্যরের আসন। যদিও সেই দৌড়ে আছেন আরও এক প্রাক্তন ক্রিকেটার ডব্লিউ ভি রামন। ইতিমধ্যেই তাঁদের ইন্টারভিউ হয়ে গিয়েছে।