shono
Advertisement

Breaking News

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত করুক CBI, সুপারিশ রেলমন্ত্রীর

তদন্ত নিজেদের হাতে রাখতেই সিবিআই? প্রশ্ন কুণাল ঘোষের।
Posted: 06:54 PM Jun 04, 2023Updated: 07:25 PM Jun 04, 2023

নন্দিতা রায়, নয়াদিল্লি: ওড়িশার ভয়াবহ রেল দুর্ঘটনায় (Coromandel Express Accident) সিবিআই তদন্ত দাবি করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Aswini Vaishanw)। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ২৮৮ জন। এহেন পরিস্থিতিতে রবিবার রেলমন্ত্রী ঘোষণা করেন, এই দুর্ঘটনার তদন্তভার দেওয়া হোক সিবিআইয়ের হাতে। রেলমন্ত্রকের তরফে এই সুপারিশ করা হয়েছে বলেই জানিয়েছেন রেলমন্ত্রী। তবে এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। 

Advertisement

শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার (Coromandel Express) পরেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন রেলমন্ত্রী। তারপরেই জানান, এই বিপর্যয়ের প্রকৃত কারণ ইতিমধ্যেই জানা গিয়েছে। তবে রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেন তিনি। সেই সঙ্গে জানান, এই ঘটনার নেপথ্যে যে অপরাধীরা রয়েছে তাদেরও চিহ্নিত করা গিয়েছে। তবে এই মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই সিবিআই তদন্তের সুপারিশ করেছেন রেলমন্ত্রী। 

[আরও পড়ুন: ‘ধর্মযুদ্ধ চালাতে পারছি না’, জ্ঞানবাপী মামলা থেকে সরলেন হিন্দু আবেদনকারী]

রবিবার বিকেলে ভুবনেশ্বরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই জানান, “প্রশাসনের থেকে ঘটনার বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। তার ভিত্তিতেই তদন্ত সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। গোটা ঘটনার তদন্তভার নিক সিবিআই, সেটাই রেলমন্ত্রকের সুপারিশ।” যদিও প্রশ্ন উঠছে, ঘটনার রিপোর্ট হাতে থাকা সত্ত্বেও সিবিআই তদন্তের নির্দেশ কেন? 

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করে বলেন, “তদন্ত নিজেদের হাতে রাখতেই সিবিআই। ওখানে বহু দক্ষ অফিসার আছেন। কিন্তু উপর থেকে বিজেপি প্রভাবিত করে। কোনো কোনো ব্যক্তির ঘাড়ে দায় চাপিয়ে রেল দপ্তরের গাফিলতি এড়ানোর জন্য এই চটকদারি ও প্রচারমুখী চাল নয়ত? রেল ও CBI, দুটির রিমোট কন্ট্রোল তো একই হাতে। এই তদন্তের উদ্দেশ্য ও উপসংহার জানা।”

[আরও পড়ুন: বালেশ্বর থেকে উদ্ধারকারী ‘ফ্রি’ বাসেও খরচ হাজার টাকা! তিক্ত অভিজ্ঞতা বাংলার যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement