shono
Advertisement

বিনা টিকিটে যাত্রা খোদ রেলের পদস্থ কর্তার, রাজধানী এক্সপ্রেসে শোরগোল

নিময়মাফিক দিতে হল জরিমানাও! The post বিনা টিকিটে যাত্রা খোদ রেলের পদস্থ কর্তার, রাজধানী এক্সপ্রেসে শোরগোল appeared first on Sangbad Pratidin.
Posted: 04:40 PM Sep 02, 2018Updated: 05:11 PM Sep 02, 2018

সুব্রত বিশ্বাস: টিটিই-র নজর এড়িয়ে বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করেন অনেকেই৷ কিন্তু, যদি কোনওভাবে ধরা পড়ে যান, তাহলে আর রক্ষে নেই! যাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা আদায় করেন টিকিট পরীক্ষক৷ আর এবার বিনা টিকিটে যাত্রা করতে গিয়ে ধরা পড়লেন খোদ রেলের পদস্থ কর্তাই! তাও আবার যে সে ট্রেন নয়, রাজধানী এক্সপ্রেসে৷ মোটা জরিমানা তো দিতে হয়েইছে, অভিযুক্ত রেলকর্তাকে জেরাও করেছে ভিজিল্যান্স বিভাগ৷

Advertisement

[ আরও বিপাকে রবার্ট বঢরা, জমি কেলেঙ্কারিতে দায়ের নয়া অভিযোগ]

ঘটনা ঠিক কী? রাজধানীর মতো দূরপাল্লা ট্রেনে কর্তব্যরত রেল আধিকারিকদের টিকিট কাটতে হয় না৷ তাঁদের ‘ডিউটি পাস’ দেয় রেল৷ কিন্তু, ট্রেনের ওঠার আগে সেই পাসটিকে টিকিটে রূপান্তরিত করিয়ে নিতে হয় রেলকর্মীদেরও৷ তা যদি না করা হয়, তাহলে বিনা টিকিটের যাত্রীদের মতোই জরিমানা দিতে হয় তাঁদেরও৷ নিয়ম মানেননি খোদ হাওড়ার চিফ ইন্সপেক্টর (জেনারেল) রাম কুমার৷ রাজধানী এক্সপ্রেসে ধরা পড়ে যান তিনি৷ জরিমানা দিতে হয়েছে৷ এমনকী, রেল বোর্ডের দপ্তরে নিয়ে গিয়ে রামবাবুকে জেরাও করেছেন ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকরাও৷

শনিবার হাওড়া রাজধানী এক্সপ্রেসের দিল্লিতে যাচ্ছিলেন রেলের চিফ ইন্সপেক্টর (জেনারেল) রাম কুমার৷ কিন্তু টিকিটে রপান্তর করা তো দূর অস্ত, ডিউটি পাসে তাঁর স্বাক্ষরও ছিল না বলে অভিযোগ৷ ধানবাদ থেকে ট্রেনের ওঠেন রেল বোর্ডের ভিজিল্যান্স দপ্তরের কর্তারা৷ ধরা পড়ে যান রেলের ওই পদস্থ আধিকারিক৷ ভিজিল্যান্স কর্তাদের নির্দেশে হাওড়ার চিফ ইন্সপেক্টর (জেনারেল) রাম কুমার জরিমানা করেন রাজধানী এক্সপ্রেসে কর্তব্যরত টিটিই মেঘনাথ কাঁঠাল৷ পদাধিকারে যিনি রাম কুমারের অধস্তন৷ এখানেই শেষ নয়৷ রাম কুমারকে রেল বোর্ডের অফিসে নিয়ে জেরাও করেছেন ভিজিল্যান্স কর্তারা৷

[অবাক কাণ্ড! গোমাতার গুঁতোয় কুপোকাত বিজেপি সাংসদ]

The post বিনা টিকিটে যাত্রা খোদ রেলের পদস্থ কর্তার, রাজধানী এক্সপ্রেসে শোরগোল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement