সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার, ‘আর আর আর’ ছবির কল্য়াণে এখন গোটা দুনিয়া চেনেন রামচরণকে। তবে রামচরণের পাখির চোখ অস্কার মঞ্চ। কেননা, ‘আর আর আর’ ছবির ‘নাতু নাতু’ গানের সুযোগ রয়েছে অস্কার জেতার। তাই তো মনে আশা নিয়ে আমেরিকা পাড়ি দিলেন রামচরণ। তবে খবরটা রামচরণের আমেরিকা যাত্রা নয়। বরং রামচরণের খালি পায়ে হায়দরাবাদ থেকে বিমান চেপে লস অ্য়াঞ্জেলেসে উড়ে যাওয়া নিয়েই হইচই নেটপাড়ায়। বিমানবন্দরে রামচরণের ভিডিও ভাইরাল হতেই অনুরাগীদের মন জিতে নিলেন সুপারস্টার।
[আরও পড়ুন: সেরা ‘কাশ্মীর ফাইলস’, দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার পেলেন কারা?]
২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ‘RRR’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করলেও দেশের ছবি হিসেবে অফিশিয়ালি অস্কারের (Oscar 2023) জন্য বেছে নেওয়া হয়নি পরিচালক এসএস রাজামৌলির ছবি ‘RRR’ ছবিকে। তবে প্রযোজকদের পক্ষ থেকে অ্যাকাডেমির কাছে মনোনয়ন জমা দেওয়া হয়। গোল্ডেন গ্লোবেও পাঠানো হয় সিনেমাটি। তাতেই মেলে সাফল্য। অরিজিনাল গানের বিভাগে সেরার সম্মান পেয়েছে সুরকার এমএম কিরাবনী ও গীতকার কালা ভৈরবী ও রাহুল সিপলিগুঞ্জের ‘নাতু নাতু’ (Naatu Naatu)। লস অ্যাঞ্জেলসের ৪৮তম ফিল্ম ক্রিটিকস পুরস্কার জিতে নিয়েছে গানটি।