shono
Advertisement

রাজনীতির নামে অরাজকতা বরদাস্ত করা হবে না: দিল্লি পুলিশ

উত্তপ্ত রাজধানী! The post রাজনীতির নামে অরাজকতা বরদাস্ত করা হবে না: দিল্লি পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:21 PM Feb 23, 2017Updated: 11:51 AM Feb 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও নতুন করে খবরের শিরোনামে দিল্লির ছাত্র রাজনীতি৷ গতকাল বামপন্থী ছাত্র সংগঠন আইসা এবং এবিভিপি’র সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দিল্লি বিশ্ববিদালয়ের রামজস কলেজ৷ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের দিকে চেয়ার ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে৷ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই অধ্যাপক৷ শুধু তাই নয়, এই ছাত্র সংঘর্ষের জেরে আহত হয়েছেন ২০ জন ছাত্র-ছাত্রী৷ এই ঘটনাকেই কোনওভাবে প্রশ্রয় দেওয়া হবে না বলে এদিন জানিয়ে দিল দিল্লি পুলিশ৷

Advertisement

(কাশ্মীরে ‘মেগা ড্যাম’ ভারতের, আতঙ্কিত পাকিস্তান)

দিল্লি পুলিশ প্রধান অমূল্য পট্টনায়ক এদিন জানিয়েছেন, “নয়া দিল্লি ভারতের রাজনীতি৷ এখানে কোনও অরাজকতা বরদাস্ত করা হবে না৷” আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে দাঙ্গার মামলা রুজু করা হয়েছে বলেও জানা গিয়েছে৷

প্রসঙ্গত, মঙ্গলবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজস কলেজে এক সেমিনারে অংশ নিতে আসার কথা ছিল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র উমর খালিদ ও শেহেবা রশিদের। এই উমর খালিদের বিরুদ্ধেই গত বছর দেশবিরোধী আচরণের অভিযোগ ওঠে। আফজল গুরুর সমর্থনে জেএনইউয়ে কর্মসূচি করার অভিযোগ ছিল উমর খালিদের বিরুদ্ধে। তাই রামজসে উমর খালিদের আসার তীব্র বিরোধিতা করে এবিভিপি ও ছাত্র সংঘ। উমরের সমর্থনে বামপন্থী ছাত্র সংগঠনগুলিও পাল্টা পথে নামে৷ আর এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷

The post রাজনীতির নামে অরাজকতা বরদাস্ত করা হবে না: দিল্লি পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement