shono
Advertisement

ফের প্রেমে পড়লেন রণবীর কাপুর?

কে তাঁর নতুন গার্লফ্রেন্ড? The post ফের প্রেমে পড়লেন রণবীর কাপুর? appeared first on Sangbad Pratidin.
Posted: 11:07 AM Sep 22, 2017Updated: 04:45 PM Sep 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলারদের প্রথম তালিকায় রয়েছেন রণবীর কাপুর। সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, বিভিন্ন সময় বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে তাঁর প্রেমের খবর হয়ে ওঠে ‘টক অফ দ্য বি-টাউন’। সোনম, দীপিকার সঙ্গে শুধু প্রেমের সম্পর্ক থাকলেও ক্যাটরিনার সঙ্গে বেশ কয়েকদিন লিভ ইনও করেছেন তিনি। মুম্বইয়ে আলাদা ফ্ল্যাট কিনে রণবীর থাকতেন ক্যাটরিনার সঙ্গে। কিন্তু কয়েক মাস আগে সেই সম্পর্কেও ইতি টেনেছেন। একদিকে যেমন ব্যক্তিগত জীবনে দোলাচল সেরকমই অভিনয় জীবনটাও খুব একটা সুখকর যাচ্ছে না রণবীরের। কোনও ছবিই সেভাবে ব্যবসা করতে পারছে না বক্স অফিসে। এক কথায় বলতে গেলে কোনও চরিত্রই সেই ম্যাজিক ক্রিয়েট করতে পারছে না বড়পর্দায়। শোনা যাচ্ছে আবারও প্রেমে পড়েছেন রণবীর।

Advertisement

[ইনস্টাগ্রামে ‘বোল্ড’ মেজাজে ধরা দিলেন টেলিভিশনের এই ‘বহু’]

এবার আর বলিউডে আটকে নেই রণবীরের প্রেম। এমনকী দেশেও না। সূত্রের খবর পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের প্রেমে পড়েছেন তিনি। পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা। সম্প্রতি শাহরুখের সঙ্গে ‘রইস’ ছবিতে বলিউডে ডেবিউও করেছেন তিনি। ‘রইস’ বক্স অফিসে ভালই ব্যবসা করেছিল আর পাশাপাশি মাহিরাকে বেশ পছ্ন্দও করেছিল সাধারণ দর্শক থেকে শুরু করে ক্রিটিকরা। এবার মাহিরা ও রণবীরের কিছু ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। বেশ কয়েকদিন ধরেই বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল তাঁদের সম্পর্কের গল্প। কিন্তু এবার এই ছবিগুলো দেখে মনে হচ্ছে এটা গল্প হলেও বোধ হয় সত্যি।

[জানেন, কেন এখন অন্তরঙ্গ দৃশ্য অভিনয়ে আপত্তি ঐশ্বর্য রাই বচ্চনের?]

তবে মাহিরা ও রণবীরের এই ছবি এখনকার নয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এই ছবি আমেরিকায় তোলা। তাও আবার জুলাই-অগাস্ট মাসে। আমেরিকায় কী করছেন তাঁরা? না একসঙ্গে কোনও ছবি করার পরিকল্পনা রয়েছে তাঁদের, না কোনও ইভেন্ট, তাহলে কি একান্তে ছুটি কাটাতেই গিয়েছিলেন রণবীর-মাহিরা! সেই নিয়েই জোর জল্পনা। সবার মনে এখন একটাই প্রশ্ন, তাহলে সত্যি সত্যিই কি প্রেম পড়েছেন রণবীর নাকি তাঁরা শুধুই ‘গুড ফ্রেন্ড’?

The post ফের প্রেমে পড়লেন রণবীর কাপুর? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement