সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে খেলতেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) এবং ক্রিস গেইল (Chris Gayle)। এই দুই তারকা ক্রিকেটার আর আইপিএল খেলেন না। দক্ষিণ আফ্রিকান তারকা ডিভিলিয়ার্স ১৭ নম্বর জার্সি পরতেন। ক্রিস গেইল পরতেন ৩৩৩ নম্বর জার্সি।
কিন্তু দুই মহাতারকা যেহেতু আর নেই, সেই কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ স্থির করেছে এবিডি ও ক্রিস গেইলের প্রতি শ্রদ্ধা জানাতে এই দু’টি নম্বরের জার্সি দেওয়া হবে না কাউকে।
২৬ মার্চ আরসিবি-র উদ্যোগে হতে চলেছে ‘আনবক্স’ ইভেন্ট। ওই অনুষ্ঠানেই দুই তারকা ক্রিকেটারকে হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হবে।
[আরও পড়ুন: ‘পুরনো অভিজ্ঞতা টিমের সঙ্গে ভাগ করে নিক প্রীতম’, বলছেন প্রাক্তন সবুজ-মেরুন তারকা কাটসুমি]
গত বছর আরসিবি ঘোষণা করেছিল এই দুই তারকা ক্রিকেটারকে হল অফ হেমে অন্তর্ভুক্ত করা হবে। বিরাট কোহলি বলেছেন, ”উদ্ভাবনী, প্রতিভা ও স্পোর্টসম্যানশিপের মাধ্যমে ক্রিকেটে বদল এনেছে এবি।”
ডিভিলিয়ার্স ২০১১ সালে আরসিবি-তে যোগ দেন। ১৫৬টি ম্যাচে ৪৪৯১ রান করেছেন। আরসিবি-র জার্সিতে ৩৭টি হাফ সেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি রয়েছে এবিডি-র। অন্যদিকে ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন আরসিবি-র জার্সিতে। পাঁচটি সেঞ্চুরি রয়েছে গেইলের। এর মধ্যে বিশাল ১৭৫ রানের মালিক তিনি। আইপিএলের ইতিহাসে এই পাহাড়প্রমাণ রান এখনও অক্ষত রয়েছে।