সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদি সরকারের জমানায় বারবার দানা বেঁধেছে কৃষক বিক্ষোভ। তামিলনাড়ু থেকে মহারাষ্ট্র- কৃষকরা নানা দাবিতে বারংবার প্রতিবাদ জানিয়েছেন। ক্ষোভের হাওয়া আঁচ করেই চলতি বাজেটে জোর দেওয়া হয়েছে কৃষকদের লাভের দিকে। বাজেটে ঘোষিত প্রকল্প বাস্তবায়িত হলেই কৃষকদের হাল ফিরবে বলেই মনে করা হচ্ছে। তবে সে সব তো অনেক পরের কথা। কৃষকদের সমস্যা দূর করতে এবার অভিনব দাওয়াই বাতলালেন বিজেপি নেতা রমেশ সাক্সেনা। তাঁর দাবি, দিনে ঘণ্টাখানেক হনুমান চালিশা পাঠ করলেই সমস্যা থেকে মুক্তি মিলবে।
[ বাসে ছাত্রীকে লক্ষ্য করে হস্তমৈথুন যুবকের, ভিডিও নিয়ে থানায় যুবতী ]
কৃষকদের সমস্যার কথা বুঝেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এবারের বাজেটে তাই কৃষকদের পাশে থাকার ঢালাও প্রতিশ্রুতিও দিয়েছেন। যাতে তাঁরা লাভের মুখ দেখেন তার জন্যও রয়েছে হাজারও ব্যবস্থা। কিন্তু সে সবের ধারই ধারলেন না বিজেপি নেতা। সাফ জানালেন তাঁর দাওয়াই। আর তা হল হনুমান চালিশা পাঠ। তাঁর বক্তব্য, ‘আগামী কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগ চলবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। শিলাবৃষ্টিও হতে পারে। এই ভয়াবহতা থেকে বাঁচার একমাত্র উপায় হনুমান চালিশা পাঠ।’ তাঁর দাওয়াই, গ্রামে গ্রামে যদি ঘণ্টাখানেক করে হনুমান চালিশা পাঠ করা হয় তাহলেই প্রকৃতির রোষ থেকে বাঁচা যাবে। একেবারে ডাক্তারি প্রেসক্রিপশনের মতো পাঁচদিন এই পন্থা অবলম্বন করার ডাক দিয়েছেন তিনি।
[ সম্প্রীতির নজির, রীতি মেনে হিন্দু ছেলের বিয়ে দিলেন মুসলিম বাবা-মা ]
এদিকে বিজেপি নেতার এহেন দাবিতে ঘোর শোরগোল। যেখানে খোদ প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী কৃষকদের কথা আলাদা করে ভাবছেন, সেখানে বিজেপি নেতা কী করে হনুমান চালিশার পাঠের নিদান দিয়েই ক্ষান্ত হতে পারেন? তাহলে কৃষকদের জন্য এত যে প্রকল্প বাজেটে ঘোষণা করা হয়েছে, তার কোনও মূল্য নেই? বিজেপির অন্দরেই এ প্রশ্ন উঠেছে। বিরোধী শিবিরের দাবি, বিজেপি সরকার যে কৃষকদের এতদিন অবহেলাই করেছে, হেলাফেলায় সমস্যা উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, এই নেতার মন্তব্যে তা ফের প্রমাণিত হয়ে গেল।
The post ঘণ্টাখানেক হনুমান চালিশা পাঠেই মিটবে সমস্যা, কৃষকদের দাওয়াই বিজেপি নেতার appeared first on Sangbad Pratidin.