shono
Advertisement

Breaking News

চব্বিশ ঘণ্টায় আক্রান্ত ৭৮৬, করোনার কামড়ে বিপর্যস্ত বাংলাদেশ 

বাংলাদেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। The post চব্বিশ ঘণ্টায় আক্রান্ত ৭৮৬, করোনার কামড়ে বিপর্যস্ত বাংলাদেশ  appeared first on Sangbad Pratidin.
Posted: 07:32 PM May 05, 2020Updated: 07:32 PM May 05, 2020

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় রেকর্ড তৈরি করে ৭৮৬ জনের শরীরে থাবা বসিয়েছে কোভিড-১৯ জীবাণু। মঙ্গলবার অনলাইন বিবৃতিতে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Advertisement

[আরও পড়ুন: ১৫ মে পর্যন্ত বাড়ানো হল সাধারণ ছুটির মেয়াদ, জমায়েত না করার নির্দেশ হাসিনার]

জানা গিয়েছে,  চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় দুজনের করোনায় মৃত্যু হল। মৃত বৃদ্ধের নাম মহম্মদ শহীদউল্লাহ (৬৫)। ওই বৃদ্ধ গত ৪-৫ দিন ধরে জ্বর, সর্দি ও গলাব্যথায় ভুগছিলেন। চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর এক মহিলার কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছে। এদিকে,  সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ১৬ ইন্টার্ন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিলেটে ১৯ চিকিৎসক কোয়ারেন্টিনে হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, সোমবার তারা এই প্রতিবেদন পেয়েছেন। আক্রান্ত সবাই ৫৩তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক। তাদের মধ্যে  ১৫ জনই তরুণী। এদিকে দেশের দক্ষিণ জনপদ জেলা ঝালকাঠিতে সিভিল সার্জন কার্যালয়ের ২০ কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ঝালকাঠির সিভিল সার্জন শ্যামলকৃষ্ণ হাওলাদার বলেন, “বর্তমানে ২০ জন স্টাফকে একটি মেসে কোয়ারেন্টইনে রাখা হয়েছে। এছাড়া এ কার্যালয়ের এক আধিকারিক সংক্রমিত হওযায় তাকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়োর্ডে ভরতি করা হয়েছে। এদিকে, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক মহিলা চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।  উল্লেখ্য, করোনা ভাইরাসের কামড়ে জেরবার বিশ্বের অধিকাংশ দেশ। এর মোকাবিলায় চলছে নিরন্তর লড়াই। COVID-19’এর চিকিৎসায় অ্যান্টিভাইরাল ড্রাগ ‘রেমডেসিভির’  (Remdesivir) বেশ কার্যকরী। ওষুধটির  ক্লিনিক্যাল ট্রায়ালে পিছিয়ে নেই বাংলাদেশও। করোনা পরিস্থিতি সামলাতে সেখানকার খ্যাতনামা ছ’টি ওষুধ কোম্পানিকে রেমডেসিভির উৎপাদনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘের অনুরোধে গলল বরফ, অনু্প্রবেশকারী ৫০ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠাল ঢাকা]

The post চব্বিশ ঘণ্টায় আক্রান্ত ৭৮৬, করোনার কামড়ে বিপর্যস্ত বাংলাদেশ  appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement