shono
Advertisement

Breaking News

বিজেপির মাস্টারস্ট্রোক! বসিরহাটে টিকিট পেলেন সন্দেশখালির প্রতিবাদী বধূ

Published By: Tiyasha SarkarPosted: 09:57 PM Mar 24, 2024Updated: 10:42 PM Mar 24, 2024

গোবিন্দ রায়, বসিরহাট: বঙ্গে শাসকদলের বিরুদ্ধে লড়তে বিজেপি যে সন্দেশখালি (Saneshkhali) ইস্যুকে হাতিয়ার করবে, তা মোটের উপর স্পষ্টই হয়ে গিয়েছিল। বিজেপির প্রার্থী তালিকা সেই অনুমানেই সিলমোহর দিল। বসিরহাট আসনে সন্দেশখালির প্রতিবাদী তথা গৃহবধূ রেখা পাত্রকে প্রার্থী করে কার্যত মাস্টারস্ট্রোক দিল পদ্মশিবির। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে যাঁরা প্রকাশ্যে সরব হয়েছিলেন, তাঁদের অন্যতম এই রেখা পাত্র। সন্দেশখালি নিয়ে টানাপোড়েনের মাঝে প্রতিবাদী এই মহিলাকে প্রার্থী করা যে বিজেপির মাস্টারস্ট্রোক, তা বলাই বাহুল্য। 

Advertisement

গত কয়েকমাস ধরে জ্বলছে বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি। সেখানকার দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে নারী নির্যাতন-সহ একাধিক ভয়ংকর অভিযোগ রয়েছে। তবে ভয়ে মুখ খোলার সাহস ছিল না কারও। পরবর্তীতে ইডি হানাকে কেন্দ্র করে খানিকটা বিপাকে পড়েন শেখ শাহজাহান। বাধ্য হন এলাকা ছেড়ে আত্মগোপন করতে। কিন্তু শাহজাহানের শাগরেদরা তখনও রীতিমতো নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ। এক পর্যায়ে এই দ্বীপ এলাকার বাসিন্দাদের ধৈর্যের বাঁধ ভাঙে। জনরোষ ব্যাপক আকার নেয়। সূত্রের খবর, সেই সময় শাহজাহানের বিরুদ্ধে প্রথম পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এই রেখা পাত্রই। পরবর্তীতে এলাকার আরও মহিলা শাহজাহানের বিরুদ্ধে সরব হন।

[আরও পড়ুন: বারাকপুরে অর্জুন, তমলুকে অভিজিৎ, বিজেপির নয়া প্রার্থীতালিকায় একাধিক চমক]

ভোট প্রচারে এই সন্দেশখালিকে শাসকদলের বিরুদ্ধে হাতিয়ার করে বিজেপি। বঙ্গসফরে এসে সন্দেশখালির নির্যাতিতাদের হয়ে সরব হয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী (Narendra Modi) নরেন্দ্র মোদি। বারাসতের সভার পর সন্দেশখালির ৫ মহিলার সঙ্গে দেখাও করেছিলেন মোদি। তাঁদের মধ্যেই নাকি ছিলেন রেখা পাত্র। শোনা যাচ্ছে, সেই সময়ই বসিরহাটের প্রার্থী হিসেবে রেখাদেবীকে ভাবতে শুরু করে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি রেখা পাত্রের নাম প্রস্তাব করেন। এর পর খোদ প্রধানমন্ত্রী সিলমোহর দেন রেখার নামে। প্রার্থী হওয়ার পরই রেখাদেবী জানান, তিনি সন্দেশখালির নির্যাতিত মা-বোনেদের পাশে দাঁড়াতে চান। আগলে রাখতে চান তাঁদের।

[আরও পডুন: রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর উদ্যোগ, হাই কোর্টের নির্দেশে খুলল ওয়েবসাইট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement