shono
Advertisement
Panda Parenting

সদ্য বাবা-মা হয়েছেন? সন্তানকে বড় করতে নিতে পারেন 'পান্ডা প্যারেন্টিং'য়ের কৌশল

বর্তমান যুগে 'পান্ডা প্যারেন্টিং'য়ের পন্থা বেছে নিচ্ছেন অনেকেই।
Published By: Sayani SenPosted: 09:38 PM Jan 26, 2025Updated: 09:54 PM Jan 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যস্ত জীবন। অফিস ও সংসার দুয়ের চাপ সামাল দিতে দিতে ক্লান্ত অনেকেই। তার মাঝে আবার রয়েছে সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার গুরুদায়িত্ব। পরিবর্তনের যুগে শিশুকে বড় করে তোলা বিরাট চ্যালেঞ্জ। বর্তমান যুগে তাই 'পান্ডা প্যারেন্টিং'য়ের পন্থা বেছে নিচ্ছেন অনেকেই। এই পন্থা ঠিক কী, চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

পান্ডা বললেই সাদা, কালো রংয়ের একটি মিষ্টি বন্যপ্রাণীর কথা মনে পড়ে। পান্ডা নিজেও যেমন মিষ্টি। তেমনই তার সন্তানকে বড় করার পন্থাও খুবই সুন্দর। পান্ডা তার শাবককে ছোট থেকে বড় করে তোলার সময় বেশ কিছু নিয়ম শেখায়। তবে কোনও নিয়ম জোর করে শাবকের উপর চাপিয়ে দেয় না। সেক্ষেত্রে আবার স্বাধীনভাবে বেড়েও উঠতেও পারে তারা। সেই পদ্ধতি অবলম্বন করেই আধুনিক যুগের বাবা-মায়েরা 'পান্ডা প্যারেটিং'য়ের উপর জোর দিচ্ছেন।

'পান্ডা প্যারেটিং'য়ের গুরুত্বপূর্ণ দিক

১. 'পান্ডা প্যারেটিং'য়ের ক্ষেত্রে শিশুকে কঠিন পরিস্থিতিতে পড়তে দিন। নিজের মতো করে সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে দিন। তবে অবশ্যই খেয়াল রাখুন সমস্যা সমাধান করতে গিয়ে যেন বড়সড় কোনও সমস্যায় পড়ে না যায় সে।

২. 'পান্ডা প্যারেটিং'য়ের ক্ষেত্রে শিশুকে তার আবেগকে নিয়ন্ত্রণে রাখার শিক্ষা দিতে হবে ছোট থেকেই। তাকে বোঝাতে হবে যেকোনও পরিস্থিতিতে যা ইচ্ছা হল সেই আচরণ করা যায় না। তাহলে দেখবেন জীবনের ওঠানামা নিজেকে সামলে নিতে আর সেভাবে সমস্যায় পড়তে হবে না।

৩. সন্তানকে কোনটা ভালো আর কোনটা মন্দ, তার ফারাক বোঝান। কিন্তু আপনি বাবা-মা বলেই সন্তানের উপর সব কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। 'পান্ডা প্যারেন্টিং'য়ের ক্ষেত্রে এই শর্ত আপনাকে মেনে চলতেই হবে।

৪. 'পান্ডা প্যারেন্টিং'য়ের ক্ষেত্রে আপনার সন্তানকে ছোট ছোট দায়িত্ব দিন। বাড়িতে কোনও বয়স্ক সদস্য থাকলে, তাঁকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতে শেখান। নিজের জামাকাপড়, বইপত্র গুছিয়ে রাখার শিক্ষা দিন। খাওয়ার পর থালা নির্দিষ্ট জায়গায় সরিয়ে রাখার শিক্ষা দিন। এই ছোট ছোট দায়িত্ব নিতে নিতে আপনার সন্তান কখন যে দায়িত্বশীল হয়ে উঠবে, তা বুঝতেই পারবেন না।

আর সন্তান দায়িত্ববোধ শিখলে কিংবা নিজের কাজ নিজে করতে শিখলে আপনি অনেকটা দুশ্চিন্তামুক্তও হতে পারবেন। তাই আধুনিক ব্যস্ত জীবনে সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে 'পান্ডা প্যারেন্টিং'য়ের পন্থা বেছে নিতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পরিবর্তনের যুগে শিশুকে বড় করে তোলা বিরাট চ্যালেঞ্জ।
  • বর্তমান যুগে তাই 'পান্ডা প্যারেন্টিং'য়ের পন্থা বেছে নিচ্ছেন অনেকেই।
  • 'পান্ডা প্যারেন্টিং'য়ের ক্ষেত্রে অনেকটা দুশ্চিন্তামুক্ত হতে পারেন আধুনিক বাবা-মায়েরা।
Advertisement