সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৫৫ পেরিয়েছে। রয়েছে নাতি নাতনি। কিন্তু তাতে কি এসে যায়? রঙিনভাবে জীবন কাটানোই তাঁর জীবনের মূল উদ্দেশ্য। তিনি একজন সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আন্দ্রেয়া সানশাইন। আসলে নিজেকে ভালো রাখতেই ভালোবাসেন তিনি। সেজন্যই এখনও তাঁর প্রেমিকের তালিকাটাও বেশ সুদীর্ঘ। এমনকি নেটদুনিয়াতেও তাঁর বেশ প্রভাব। নিজেকে সুস্থ রাখতে কোনওরকম আপোস করেন না আন্দ্রেয়া। উদ্দাম যৌনতা নিয়েও কোনওরকম ছুৎমার্গ নেই। নিয়মিত জিমে যাওয়া থেকে নিজেকে ফিট রাখার সমস্ত টিপস তাঁর কাছে মেলে। এমনকি সোশাল মিডিয়ায় নিজের অনুরাগীদের তিনি ভালো থাকার টিপস দেন।
একইসঙ্গে সোশাল মিডিয়াতে আন্দ্রেয়া এমনও জানান যে, প্রেমের ক্ষেত্রে বয়স বা ছকে বাঁধা কোনও নিয়মই কার্যকর নয়। অহরহ প্রেমে পড়লেই নাকি ভালো থাকে শরীর ও মন। সেভাবেই নিজেও দুমদাম প্রেমে পড়েন আন্দ্রেয়া। সেই প্রেম অবশ্য দীর্ঘস্থায়ী হবে কিনা সেই নিয়ে খুব একটা যে মাথা ঘামান না সেকথাও সোশাল মিডিয়ায় জানিয়েছেন। নিজেকে ভালো রাখতে উদ্দাম যৌনতাকেও বেছে নেন। সম্প্রতি এক ভিডিওতে নিজের প্রেমজীবন নিয়ে খোলাখুলি কথা বলেন। যা নিয়ে রীতিমতো নেটদুনিয়ায় ঝড় বয়ে গিয়েছে। কমেন্টবক্স ভরে গিয়েছে নানা মন্তব্যে।
সম্প্রতি অসমবয়সী প্রেম নিয়ে কথা বলেছেন আন্দ্রেয়া। জানিয়েছেন ব্রাজিলে বেড়াতে গিয়ে যমজ দুই ভাইয়ের সঙ্গে আলাপ হয় নাকি আন্দ্রেয়ার। সেখান থেকেই শুরু হয় আরও এক প্রেমপর্ব। প্রথমে যদিও দুই ভাইয়ের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়ানো নিয়ে বেশ বিচলিত ছিলেন তিনি। যদিও পরে তা কাটিয়ে ওঠেন এবং দু'জনের সঙ্গেই কথাবার্তা বলে বিষয়টা সহজ করে ফেলেন। এরপর আর কোনও অসুবিধা হয়নি। আন্দ্রেয়া জানিয়েছেন, "যমজ দুই ভাইয়ের সঙ্গে আমি ওই তিন সপ্তাহের প্রতিটি রাত কাটিয়েছিলাম। প্রতিটি মুহূর্ত তাঁদের সঙ্গে আমার থেরাপির মতো মনে হয়েছে।"
