সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই বলেন, প্রেম আর দাম্পত্য নাকি এক নয়। প্রেমে যেমন গদগদ ভাব থাকে দু'জনের। চাল-ডাল-আটার হিসাবনিকেশ শুরু হলে নাকি সেই গদগদ ভাব হারিয়ে যায়। আবার কারও কারও মতে, প্রথম কয়েক বছর দাম্পত্যের উষ্ণতা বজায় থাকে। বন্ধ ঘরে তখন একে অপরের শরীরের অতল গভীরে হারিয়ে যাওয়া লেগেই থাকে। তবে সন্তান জন্মের পরই ছবি অন্যরকম। তখন এক বিছানায় থেকেও আর কাছে আসা হয় না স্বামী-স্ত্রীর। তবে কি একই মানুষের প্রতি আগ্রহ হারান অপর দিকের জন নাকি অন্য কিছু?
বিশেষজ্ঞদের মতে, যৌনতার প্রতি আগ্রহ কমা স্বাভাবিক। তবে সে কারণে যে একই ঘরে, একই বিছানায় থেকেও দু'টি মানুষ একা একা বাঁচেন তা নয়। সন্তান জন্মের পর নারী শরীরে ঘটে একাধিক পরিবর্তন। তার প্রভাবে যৌনতায় ভাটার টান।
* নবজাতকের দায়িত্ব সবচেয়ে বেশি তার মাকে নিতে হয়। দিনভর তাকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানোর মতো কাজ করতে হয়। তার ফলে ক্লান্ত হয়ে যান মা। আর তার ফলে যৌনতায় সায় দেয় না তাঁর শরীর।
* সন্তান জন্মের পর অবসাদে ভোগেন বহু মহিলা। খুদের ঠিকমতো যত্ন হচ্ছে তো, তা নিয়ে উদ্বেগে ভোগেন অনেকে। যৌনতায় ভাটার কারণ হিসাবে এই সমস্যাও কম কিছু নয়।
* সন্তান জন্মের ফলে মহিলাদের শরীরে নানা হরমোনের তারতম্য ঘটে। ইস্ট্রোজেন, প্রজেস্টেরনের মাত্রা কমতে থাকে। তার ফলে যৌনাঙ্গ সহজে খসখসে হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তার ফলে চরমতৃপ্তি পান না অনেকে।
* নবজাতক মাতৃদুগ্ধ খেয়ে জীবনধারণ করে। তার ফলে মায়ের শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালোরি নিঃসরণ হয়। স্বাভাবিকভাবে ক্লান্তি আসে দ্রুত। ক্লান্ত শরীরে কারই বা যৌনচায় মাততে ইচ্ছা করবে?
* অন্তঃসত্ত্বা থাকাকালীন অনেকেই অতিরিক্ত মোটা হয়ে যান। কোনও পোশাকই যেন হয় না। তা নিয়ে বহু মহিলাই হতাশ হয়ে যান। কেউ কেউ আবার হীনমন্যতায় ভোগেন। তাই যৌনতায় মাতার আগ্রহ হারান অনেকে।
কী করবেন?
* সঙ্গিনীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। তাঁর ঠিক কী সমস্যা হচ্ছে, তা জানার চেষ্টা করুন।
* নবজাতককে বড় করার গুরুদায়িত্ব আপনারও। তাই নতুন মাকে সাহায্য করুন।
* নতুন মাকে শরীরচর্চা করার, সময়মতো খাবার খাওয়ার সুযোগ করে দিন।
* পর্যাপ্ত ঘুমও কিন্তু এই সময়ে তাঁর খুব দরকার। তাই ঘুমনোর সময় তাঁকে বিরক্ত করবেন না।* তারপরেও সমস্যা সমাধান না হলে চিকিৎসকের পরামর্শ নিন।
