shono
Advertisement
Lifestyle News

জীবনে ফিরেছে পুরনো প্রেম? ঘনিষ্ঠ হওয়ার আগে এই ৭ বিষয় ভুলবেন না!

আরও একবার যদি তাঁর সঙ্গেই ভালোবাসার স্বপ্নের ভ্যালায় ভাসতে চান, তাহলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। নতুন মাঠে পুরনো প্রেম মেপে খেলুন! 
Published By: Sulaya SinghaPosted: 07:56 PM Jan 12, 2026Updated: 09:32 PM Jan 12, 2026

কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। প্রেমের ব্যাপারেও কিন্তু এই প্রবাদ দারুণ মিলে যায়। ঠিক যেমন ওল্ড ইজ গোল্ড কিংবা পুরনো মদে নেশা বেশি! ঠিক তেমনই প্রাক্তন যদি ফের এসে হাজির হয় নতুন প্রেমে, তাহলে তো সেই নেশা চেনা চেনা ঠেকে! কিন্তু এখানেই সাবধান! ভুলে যাবেন না, এই মানুষটাকেই কিছু বছর আগে দূর দূর করে জীবন থেকে তাড়িয়ে ছিলেন। কিংবা সে নিজেই হয়তো আপনাকে নানা অঙ্গ-ভঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল আলবিদা! তবে আরও একবার যদি তাঁর সঙ্গেই ভালোবাসার স্বপ্নের ভ্যালায় ভাসতে চান, তাহলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। নতুন মাঠে পুরনো প্রেম মেপে খেলুন! 

Advertisement

১) চেনা মানুষ ভেবে আগেভাগেই নিজেকে উজাড় করে দেবেন না। বরং যেহেতু চেনা, সেহেতু সাবধানে পা ফেলুন। দেখুন এত বছর পর মানুষটা বদলেছে নাকি একই আছে! মানসিকতা বদলালেও সে বদল নতুন সম্পর্কের জন্য আদৌও পজিটিভ কিনা, সেটা বোঝাও জরুরি।

২) ঠিক কী কারণে আগেরবার বিচ্ছেদ! ঠিক করে মনে করে নিন। যদি এবারও সে ধরনের লক্ষণ নজরে পড়ে, তাহলে এগোনো উচিত হবে না।

৩) প্রাক্তন ফিরে এসেছে মানেই প্রথম দিন থেকেই গদগদ প্রেম নয়। বরং বন্ধুত্ব করুন। মধ্যিখানে যে ব্যবধান তৈরি হয়েছে, তা ধীরে ধীরে পূর্ণ করুন। সময় নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।

৪) তুমি এসেছো ফিরে... তোমারই তো অপেক্ষায় ছিলাম! কিংবা আমি তোমার জীবনে কামব্যাক করে তোমায় ধন্য করেছি, এসব চিন্তা মাথাতে এলেও প্রকাশ করবেন না। মনে রাখুন, টেকেন ফর গ্রান্টেড হলেই কিন্তু মুশকিল। 

৫) একটা 'সরি' শব্দে যদি সব কিছু ঠিক হয়ে যায়, তাহলে ইগো না রেখে, সরিটা বলে ফেলুন। দেখবেন সম্পর্ক ঠিক থাকবে। সামনের জনও মন খুলে তার প্রতিক্রিয়া দিচ্ছে কিনা খেয়াল রাখুন। 

৬) ঠিক কী কী কারণে আগের বার ছাড়াছাড়ি হয়েছিল। ছকে নিন মনে মনে। সেগুলো মোটেই ফের করবেন না। বরং অ্যাডজাস্ট করুন। সম্পর্ক দীর্ঘায়িত করতে চাইলে এরচেয়ে মোক্ষম দাওয়াই আর কিছু নেই।

৭) ব্রেকআপ হয়েছিল তো কী হয়েছে। বার বার সেটা প্রিয় মানুষকে মনে করানোর কিছু নেই। বরং পুরনো কথা ভুলে নতুন করে সব কিছু শুরু করুন। আর হ্যাঁ, আপনি যখন জীবনে ছিলেন না, তখন কে বা কারা আপনার প্রাক্তনের প্রেমে ডুব দিয়েছিল, সে প্রশ্ন একেবারেই নয়! মোদ্দা কথা, কৌতূহল বাদ দিন। প্রাণ ভরে প্রেম করুন!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement