shono
Advertisement

দেশে ‘জিও-ফাইবার’ পরিষেবা চালু করতে রেডিসিস সংস্থা কিনছে রিলায়েন্স

১৫ আগস্ট আসছে জিওফোন-২। The post দেশে ‘জিও-ফাইবার’ পরিষেবা চালু করতে রেডিসিস সংস্থা কিনছে রিলায়েন্স appeared first on Sangbad Pratidin.
Posted: 11:42 AM Jul 05, 2018Updated: 12:12 PM Jul 05, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বাজারে সস্তায় 4G পরিষেবা দিয়ে জনপ্রীয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে রিলায়েন্স জিও৷ 4G পরিষেবা দেওয়ার পাশাপাশি ব্যবসা বাড়াতে ব্রডব্যান্ড পরিষেবা চালু করতে চলেছে মুকেশ আম্বানির জিও৷ আজ, সংস্থার বার্ষিক সাধারণ বৈঠকে (এজিএম) মুকেশ আম্বানি জানান, আগামী আর্থিক বছরের মধ্যেই গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়বে ‘জিও-ফাইবার’ ব্রডব্যান্ডের জাল৷ নয়া এই পরিষেবা দেওয়ার জন্য কয়েক কোটি টাকা বিনিয়োগ ও কয়েক হাজার কর্মসংস্থান হবে বলেও জানান রিলায়েন্স কর্ণধার৷ একইসঙ্গে সংস্থা প্রতি শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেন মুকেশ আম্বানি৷

Advertisement

[লাগাতার বৃষ্টিতে উপত্যকায় জারি বন্যা সতর্কতা, স্থগিত অমরনাথ যাত্রা]

প্রত্যেকবারের মতো এবারও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪১তম বার্ষিক সাধারণ সভায় ঘিরে কৌতুহল বাড়ছিল বাণিজ্যিক মহলে৷ প্রতিবারের এই সভায় সংস্থার তরফে ভবিষ্যত পরিকল্পনা ও বেশ কিছু বড় ঘোষণা করা হয়৷ গতবারও এই সভা থেকে বিশ্বের সব থেকে কমদামের স্মার্টফোন দেওয়ার ঘোষণা করা হয়৷ যদিও, এবারও তার ব্যতিক্রম ঘটেনি৷ মুকেশ আম্বানি জানান, দেশের সবচেয়ে সস্তা 4G পরিষেবার ফোন জিওফোনের গগনচুম্বী সাফল্যের পর এবার রিলায়েন্স নিয়ে আসছে জিওফোন-২। ১৫ই আগস্টই গ্রাহকদের জন্য বাজারে চলে আসবে এই ফোন।

[মানবিকতার নজির, দুর্যোগের দিনে হাজার দরিদ্রকে খাবার বিতরণ ডাব্বাওয়ালাদের]

ফোর জি পরিষেবা দিতে এমটিএসের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর এবার ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস ‘রেডিসিস’ নামের এক কোম্পানিকে কিনতে চলেছে বলে সভায় জানান রিলায়েন্স কর্তা৷

[ভালবাসার প্রমাণ দিতে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যার চেষ্টা বিজেপি নেতার]

এদিনের এই সভায় দাঁড়িয়ে গড়গড়িয়ে নিজের সংস্থার লাভ-লোকসানের পরিসংখ্যান তুলে ধরেন রিলায়েন্স কর্তা৷ জানান, জানুয়ারি থেকে মার্চের ত্রৈমাসিকে সংস্থা মুনাফা করেছে ৯৪৩৫ কোটি টাকা৷ গতবারের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি৷ তবে, আগামী বছরে এই মুনাফার পরিমাণ আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি৷ এদিন বেশ কয়েকটি ঘোষণার পাশাপাশি সংস্থা শেয়ার হোল্ডারদের জন্য ৬ টাকা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেন মুকেশ আম্বানি৷

[মাতৃত্বকালীন ছুটিতে ‘নারাজ’, কর্পোরেট কৌশলে চাকরি হারাচ্ছেন মহিলারা]

The post দেশে ‘জিও-ফাইবার’ পরিষেবা চালু করতে রেডিসিস সংস্থা কিনছে রিলায়েন্স appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement