shono
Advertisement
Kaal Bhairav Jayanti 2025

১২ নভেম্বর কাল ভৈরব জয়ন্তী, মেনে চলুন এই নিয়ম, দূর হবে সকল বাধা-বিপত্তি

জেনে নিন কী করবেন?
Published By: Buddhadeb HalderPosted: 04:20 PM Nov 12, 2025Updated: 04:20 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার পালিত হচ্ছে কাল ভৈরব জয়ন্তী। এই দিনে নিষ্ঠা ভরে কাল ভৈরবের আরাধনা করলে জীবনের সকল বাধা-বিপত্তি, ভয় ও নেতিবাচকতা দূর হয়। কাল ভৈরবকে আপদে-বিপদে রক্ষাকর্তা মনে করা হয়। জীবনে খারাপ নজর বা কোনও ক্ষতি হয়ে থাকলে এ দিন ভৈরব বাবার কাছে প্রার্থনা জানালে নিশ্চিত ফল মেলে।

Advertisement

এদিন আপনি কী করবেন?
সন্ধ্যাবেলায় আপনার প্রতিদিনের পুজোর স্থানে একটি বিশেষ নিয়মে প্রদীপ জ্বালান। ভগবান কাল ভৈরবকে কালো তিল, মাস কলাইয়ের ডাল এবং সরিষার তেল নিবেদন করুন। সর্ষের তেলের প্রদীপ ব্যবহার করা শুভ। প্রদীপ জ্বালানোর পর মন থেকে আপনার সমস্ত মনস্কামনা কাল ভৈরব বাবার কাছে জানান। প্রার্থনা করুন যেন আপনার জীবন থেকে সমস্ত নেতিবাচক শক্তি ও খারাপ নজর দূর হয়ে যায়। এই প্রার্থনার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন— জীবনে আপনি যা কিছু পেয়েছেন, তার জন্য ভৈরব বাবাকে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না যেন! কৃতজ্ঞতা জানালে আপনার প্রার্থনা আরও ফলপ্রসূ হবে।
প্রার্থনা শেষে একটি ছোট কাগজের টুকরোয় আপনার মনের ইচ্ছে পরিষ্কার করে লিখুন। সেই কাগজটি ঠাকুরের সিংহাসনের আশেপাশে বা নিচে কোনও এক জায়গায় রেখে দিন। ভৈরব বাবা যেন আপনার সেই ইচ্ছে পূর্ণ করেন, সে জন্য তাঁকে অনুরোধ করুন।

অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ
প্রার্থনার সময় মনে মনে কাল ভৈরব অষ্টকম্ মন্ত্র উচ্চারণ করুন। এটি ভৈরব বাবার আশীর্বাদ পেতে সাহায্য করে। যদি সম্ভব হয়, তাহলে এই শুভ দিনে কিছু দুঃস্থ মানুষকে সামান্য কিছু দান করুন। পাশাপাশি, বাড়ির আশেপাশে থাকা পশু-প্রাণীদের খেতে দিন। প্রচলিত বিশ্বাস মতে, কালো কুকুরকে রুটি খাওয়ালে পুজো সম্পূর্ণ হয়। কাঙ্খিত ফল লাভ করা যায়। এমনটা করলে কাল ভৈরব তুষ্ট হন। এই নিয়মগুলি মেনে চললে আপনার জীবন থেকে সমস্ত অশুভ শক্তি দূর হবে। মনের ইচ্ছে পূরণের পথ আরও প্রশস্ত হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১২ নভেম্বর, মঙ্গলবার পালিত হচ্ছে কাল ভৈরব জয়ন্তী।
  • এ দিন ভৈরব বাবার কাছে প্রার্থনা জানালে নিশ্চিত ফল মেলে।
  • মেনে চলুন এই বিশেষ নিয়ম।
Advertisement