Ram Navami 2023: সংসারে সুখসমৃদ্ধি চান? রামনবমী পর্যন্ত এই নিয়মগুলি মানতে ভুলবেন না

05:11 PM Mar 25, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গিয়েছে নবরাত্রি। আগামী বৃহস্পতিবার রামনবমী। সংসারে সুখসমৃদ্ধির আশায় অনেকেই রামনবমীর পুজো করেন। কিন্তু সঠিক নিয়ম পালন না করলে ফল তেমন পাওয়া যায় না বলেই মনে করেন কেউ কেউ। তাই নবরাত্রি থেকে রামনবমী পর্যন্ত নানা নিয়মকানুন মেনে চলার কথা বলেন তাঁরা। জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ নিয়মকানুন।

Advertisement

  • জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নবরাত্রির সময় মা ভগবতী আদ্যাশক্তির স্তব দুর্গা সপ্তশতী পাঠ করা প্রয়োজন। সেক্ষেত্রে ঘুম থেকে উঠেই স্নান সেরে ফেলুন। পরুন পরিষ্কার বস্ত্র।
  • পশমের আসনে বসে দুর্গা সপ্তশতী পাঠ করুন।

[আরও পড়ুন: আগামী সপ্তাহেই বাসন্তী পুজো, জেনে নিন পূর্ণাঙ্গ নির্ঘণ্ট]

  • বইটি লাল রংয়ের কাপড়ের উপর রাখুন। তার উপর দিন ফুল। তারপর পাঠ শুরু করুন।
  • দুর্গা সপ্তশতী পাঠের ক্ষেত্রে উচ্চারণ যেন স্পষ্ট হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখুন।
  • দুর্গা সপ্তশতী পাঠের সময় ভুলেও হাই তুলবেন না। তাতে আলস্য প্রকাশ পায়।
  • দুর্গা সপ্তশতী পাঠের পর কুঞ্জিকা স্তোত্র পাঠ করতে ভুলবেন না।
  • পাঠ শেষের পর দেবী দুর্গার কাছে যেকোনও রকম ভুলের জন্য ক্ষমা চেয়ে নিন।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রামনবমী পর্যন্ত দুর্গা সপ্তশতী পাঠের ক্ষেত্রে এই নিয়মগুলি অবশ্যই মানতে হবে। তাহলেই সুখসমৃদ্ধিতে ভরে উঠবে আপনার সংসার।

[আরও পড়ুন: রামনবমীর পুজো করলে মেলে অভাবনীয় ফল! জানুন এই পুজোর মাহাত্ম্য]

Advertising
Advertising

Advertisement
Next