shono
Advertisement
Bhai Dooj 2025

ভাইফোঁটায় এই ৫ কাজ ভুলেও নয়, ভাইয়ের মঙ্গলের বদলে হবে ক্ষতিই!

ব্রাহ্ম মুহূর্তে স্নান সেরে ভাইকে ফোঁটা দেওয়ার কথা বলা হয়েছে শাস্ত্রে।
Published By: Sayani SenPosted: 08:55 PM Oct 22, 2025Updated: 08:55 PM Oct 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইয়ের মঙ্গল কামনা করেন প্রত্য়েক বোন। ভাইফোঁটা যেন ভাই ও সম্পর্কের দৃঢ়তাকে আরও দৃঢ় করে তোলার দিন। তাই তো তিথি মেনে ভাইয়ের কপালে মঙ্গলটিকা এঁকে দেন বোনেরা। তবে শাস্ত্রজ্ঞদের মতে, কপালে মঙ্গলটিকা এঁকে দিলেই সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায় না। বেশ কিছু কাজও ভাইফোঁটার দিন এড়িয়ে চলতে হয়। না হলে ভাইয়ের ভালোর চেয়ে ক্ষতির আশঙ্কাই থাকে বেশি।

Advertisement

* ভাইফোঁটার দিন তাড়াহুড়ো করবেন না। নির্দিষ্ট তিথিতে যথাযথ মন্ত্রোচ্চারণ করে ভাইফোঁটা দিন।

* সন্ধ্যায় ভাইকে ফোঁটা দেবেন না। চেষ্টা করুন সূ্য অস্ত যাওয়ার আগে ভাইকে ফোঁটা দিতে।

* ভাইয়ের কপালে চন্দনের ফোঁটাই দিন। শাস্ত্রজ্ঞদের মতে, কালো রং অশুভ ইঙ্গিত বহন করে। তাই কাজলের ফোঁটা না দেওয়াই ভালো।

* কোনও ভাই যদি দূরে থাকেন, তবে তাঁর উদ্দেশে দেওয়ালে ফোঁটা দিন। মন্ত্রোচ্চারণও করুন। নইলে ভাইয়ের ক্ষতির আশঙ্কা থাকে বলে মত শাস্ত্রজ্ঞদের।

* ফোঁটা এবং প্রদীপের তাপ দেওয়ার পর ভাইকে মিষ্টিমুখ করিয়ে হাতে উপহার তুলে দিন। নইলে শাস্ত্রজ্ঞদের মতে, তাঁর ক্ষতির আশঙ্কা থাকে।

পঞ্জিকা মতে, এ বছর শুক্লা দ্বিতীয়া তিথি শুরু হয়েছে ২২ অক্টোবর, রাত্রি ৮টা ১৬ মিনিটে। শেষ হবে পরের দিন ২৩ অক্টোবর রাত ১০টা ৪৬ মিনিট। জ্যোতিষশাস্ত্র মতে, ২৩ অক্টোবর, বৃহস্পতিবার ভাইফোঁটা অত্যন্ত শুভ। ব্রাহ্ম মুহূর্তে স্নান সেরে ভাইকে ফোঁটা দেওয়ার কথা বলা হয়েছে শাস্ত্রে। থালায় প্রদীপ, শঙ্খ, ধান, দূর্বা, চন্দন, দই ও ঘি দিয়ে ভাইফোঁটার নিয়ম পালন করতে হয়। এরপর চলে মিষ্টিমুখ। ভাইফোঁটার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করিয়ে ভাইকে বসানো উচিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিথি মেনে ভাইয়ের কপালে মঙ্গলটিকা এঁকে দেন বোনেরা।
  • তবে শাস্ত্রজ্ঞদের মতে, কপালে মঙ্গলটিকা এঁকে দিলেই সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায় না।
  • ব্রাহ্ম মুহূর্তে স্নান সেরে ভাইকে ফোঁটা দেওয়ার কথা বলা হয়েছে শাস্ত্রে।
Advertisement