shono
Advertisement

Breaking News

Gangajal

বাড়িতে যে-সে স্থানে গঙ্গাজল রেখেছেন? এসব নিয়ম না মানলে সংসারে ঘোর অমঙ্গল!

পূজার্চনা-সহ নানা সময় গঙ্গাজল প্রয়োজনে লাগে।
Published By: Sayani SenPosted: 01:41 PM Dec 11, 2025Updated: 03:11 PM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় প্রত্যেক হিন্দু বাড়িতেই ভগবানের আসনে গঙ্গাজল থাকে। কারণ, গঙ্গাজলকে পবিত্র হিসাবে বিবেচনা করা হয়। পূজার্চনা-সহ নানা সময় গঙ্গাজল প্রয়োজনে লাগে। তবে যেভাবে সেভাবে গঙ্গাজল বাড়িতে রাখলে চলবে না। বাস্তুশাস্ত্রবিদদের মতে, গঙ্গাজল বাড়িতে রাখতে গেলে কয়েকটি নিয়ম মানতে হয়। নইলে সংসারে হতে পারে ঘোর সর্বনাশ।

Advertisement

* কখনও মেঝেতে গঙ্গাজল রাখবেন না। অবশ্যই উঁচু কোনও স্থানে গঙ্গাজল রাখুন। গঙ্গাজল ভরা পাত্র যেখানে রাখছেন, তার আশপাশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে নজর দিন। নইলে গৃহশান্তি নষ্ট হতে পারে।

* গঙ্গাজল বহু বাড়িতে প্লাস্টিকের জার কিংবা বোতলে রাখা থাকে। বাস্তুশাস্ত্রবিদদের মতে, তা একেবারেই উচিত নয়। তাতে জলের পবিত্রতা নষ্ট হয়। পরিবর্তে গঙ্গাজল কোনও তামা কিংবা রুপোর পাত্রে রাখা উচিত। অবশ্যই জল রাখার আগে পাত্রটিকে লেবুর রস দিয়ে ধুয়ে নেওয়া উচিত।

* হাত না ধুয়ে কখনও গঙ্গাজলে হাত দেওয়া উচিত নয়। তাতেও সংসারের অমঙ্গল হতে পারে। শুদ্ধ বস্ত্রে হাত, পা পরিষ্কার করে তবেই গঙ্গাজল থাকা পাত্রে হাত দেওয়া উচিত। তাই এবার থেকে অবশ্যই এই নিয়মটি মানতে ভুলবেন না।

* বাড়িতে গঙ্গাজল হয়তো কম রয়েছে। তা পরিমাণে বাড়ানোর জন্য অন্য জলের সঙ্গে মিশিয়ে নেন অনেকেই। ভাবেন হয়তো তাতেই শুদ্ধ হবে জল। বাস্তুশাস্ত্রবিদদের মতে, এই ভাবনা একেবারে ভুল। তাই ভুলেও এই কাজ করবেন না। তাতে বাড়িতে নেতিবাচক শক্তির অশুভ আগমন হতে পারে। সংসার হতে পারে ছারখার।

* বাড়িতে ধূপ, দীপ জ্বালান প্রত্যেকেই। সকাল ও সন্ধ্যায় ধূপ, দীপ জ্বালানোর সময় গঙ্গাজল রাখা পাত্রতেও দেখান। তাতে সংসারের সুখসমৃদ্ধি বৃদ্ধি হবে। আপনি হয়ে উঠবেন ধনৈশ্বর্যে পরিপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পূজার্চনা-সহ নানা সময় গঙ্গাজল প্রয়োজনে লাগে।
  • তবে যেভাবে সেভাবে গঙ্গাজল বাড়িতে রাখলে চলবে না।
  • বাস্তুশাস্ত্রবিদদের মতে, গঙ্গাজল বাড়িতে রাখতে গেলে কয়েকটি নিয়ম মানতে হয়।
Advertisement