সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসারে সুখশান্তি চান প্রত্যেকেই। পরিবারের সকলকে ভাল রাখতে কত কিছুই না করি আমরা। যাঁরা ঈশ্বরে বিশ্বাসী তাঁরা পূজার্চনা করেন। শ্রাবণ মাসে তাঁদের প্রধান আরাধ্য শিব। তারকেশ্বর-সহ বাংলার বিভিন্ন প্রান্তে ঈশ্বরে বিশ্বাসীরা শিবের আরাধনায় মন দেন। মন্দিরে যাঁরা যেতে পারতেন না তাঁরা বাড়িতেও শিবের আরাধনা করেন। তবে জানেন কি, কেন শ্রাবণেই দেবাদিদেব শিবের আরাধনা হয়? শ্রাবণ মাসে শিবপুজো করলে এই নিয়মগুলো মানতে ভুলবেন না।
পুরাণ মতে, শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। সেই সময় বিষ উঠে আসে। বিষ থেকে বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করতে বিষ পান করেন দেবাদিদেব মহাদেব। সে কারণে শিবের আরেক নাম 'নীলকণ্ঠ'। তাই শ্রাবণ মাসে 'সৃষ্টির রক্ষাকর্তা'র বিশেষভাবে পুজো করা হয়।
[আরও পড়ুন: দিঘায় মহা ধুমধামে রথযাত্রার প্রস্তুতি, জগন্নাথ মন্দির উদ্বোধন কবে?]
শ্রাবণ মাসে শিবপুজো করলে এই নিয়মগুলি মেনে চলুন:
শ্রাবণ মাসের প্রতি সোমবার ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। শুদ্ধ বস্ত্র পরিধান করুন।বাড়িতে শিবের পুজো করতে চাইলে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করুন। চাইলে শিবমন্দিরে গিয়েও পুজো করতে পারেন।
শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করুন। উপবাস করুন। পুরোপুরি উপবাস করতে না পারলে নিরামিষ খাবার খেতে পারেন।
শিবপুজোয় অবশ্যই বেলপাতা ব্যবহার করুন। কারণ, বেলপাতায় তুষ্ট হন শিব। এছাড়া ধুতুরা, আকন্দ, অপরাজিতা, কলকেও শিবকে নিবেদন করুন।
'শ্রাবণ' শব্দটি এসেছে 'শ্রবণ' থেকে। তাই এই সময় শুভ কথা শুনুন।
শ্রাবণ মাসে অবশ্যই শিবস্তোত্র পাঠ করুন। তা অত্যন্ত শুভ।
যাঁরা রুদ্রাক্ষ ধারণ করেন। তাঁদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত শুভ।
শ্রাবণ মাসে মহিলারা সাধারণত উপবাস করে শিবের আরাধনা করেন। তবে বহু পুরুষও উপবাস করেন। শ্রাবণ মাসের বিশেষ পুজোয় সংসার সুখসমৃদ্ধি যেমন আসে, তেমনই দাম্পত্যও মধুর হয়। ঈশ্বরে বিশ্বাসী হলে আপনিও শিবের আরাধনা করতেই পারেন।