সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর নবমী। ইতিমধ্যে সেজে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। বিশেষত চন্দননগর এবং কৃষ্ণনগর জমজমাট। অনেকেই সংসারের শ্রীবৃদ্ধিতে জগদ্ধাত্রী পুজো দেন। আর অবশ্যই দেবীকে শাড়ি অর্পণ করেন। শুধু দেবীকে অর্পণ করলেই তো হবে না, তার আগে জেনে নেওয়া প্রয়োজন কোন রঙের শাড়িতে দেবী সন্তুষ্ট হন। জেনে নিন শাস্ত্রজ্ঞদের মত।
সাধারণত দেবীকে কেউই কালো কিংবা সাদা রঙের শাড়ি দেন না। শাস্ত্রজ্ঞদের মতে, দেবীকে উজ্জ্বল লাল কিংবা হলুদ রঙের বস্ত্র দেওয়া উচিত। তাতেই নাকি দেবীর কৃপালাভ সম্ভব।
এবার জেনে নেওয়া যাক জগদ্ধাত্রী পুজোর আর কী কী করলে দেবীর কৃপালাভ সম্ভব।
* জগদ্ধাত্রী পুজোর দিন নিজেও কালো পোশাক পরবেন না। লাল রঙের পোশাক পরুন।
* কারও সঙ্গে ঝগড়া বিবাদে জড়াবেন না। তাহলে দেবী রুষ্ট হতে পারেন।
* এদিন বাড়িতে শঙ্খ কিনে আনতে পারেন। তাতে সংসারের মঙ্গল হয়।
* দরিদ্রদের অন্নদান করতে পারেন। দিতে পারেন ফল, মিষ্টিও।
* নবমী তিথিতে শাস্ত্রজ্ঞদের মতে অবশ্যই নিরামিষ খাবার খাওয়া উচিত।
* আমলকি গাছের নিচে প্রদীপ রেখে পুজো করতে পারেন।
* জগদ্ধাত্রী পুজোর দশমীতে সিঁদুর কৌটো পুজো করাতে পারেন। তাতে ব্যবসায় উন্নতি হয়।
