shono
Advertisement
Bhoo Varahaswamy Temple

আইনি লড়াই ও বাস্তু দোষে জেরবার? রক্ষা করবে এই প্রাচীন বরাহ মন্দির!

জনশ্রুতি অনুযায়ী, জমি সংক্রান্ত যাবতীয় সমস্যার নিশ্চিত সমাধান মেলে এই জাগ্রত মন্দিরে।
Published By: Buddhadeb HalderPosted: 08:20 PM Dec 25, 2025Updated: 08:20 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণাটকের হেমবতী নদীর তীরে অবস্থিত কাল্লাহল্লি গ্রাম। সেখানেই রয়েছে ভক্তির এক অনন্য কেন্দ্র—শ্রী ভূ বরাহস্বামী মন্দির। ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার 'বরাহ' দেবের এই মন্দিরটি সারা বিশ্বের কাছে এক পরম আশ্চর্যের স্থল। লোক বিশ্বাস মতে, জমি সংক্রান্ত যেকোনও জটিল সমস্যার সুরাহা পেতে শেষ ভরসা এই মন্দির।

Advertisement

এই মন্দিরের প্রধান আকর্ষণ ভগবান ভুবরহনাথস্বামীর ১৪ ফুট উচ্চতার বিশাল মূর্তি। সম্পূর্ণ বিরল কৃষ্ণশীলা বা কালো পাথর খোদাই করে এই মূর্তি তৈরি হয়েছে। ভারতে বরাহ দেবের এত বড় মূর্তি সচরাচর দেখা যায় না। এখানে প্রভুর কোল জুড়ে আসীন রয়েছেন দেবী লক্ষ্মী।

জ্যোতিষ মতে, বরাহ অবতার রাহু এবং মঙ্গল গ্রহের অশুভ প্রভাব দূর করে। ভক্তদের বিশ্বাস, এখানে প্রার্থনা করলে নতুন বাড়ি তৈরি বা জমি কেনাবেচার বাধা নিমেষে কেটে যায়। এখানে কিছু প্রথা প্রচলিত রয়েছে। এমন অনেকেই রয়েছেন যাঁরা মন্দিরে ইট পূজা করেন। পরে সেই ইট নিজেদের বাড়ির নির্মাণ কাজে ব্যবহার করেন। এতে নাকি গৃহ নির্মাণ কাজে কোনও বাধা আসে না। এমনকী মন্দির চত্বরের পবিত্র বালি বাড়িতে রাখলে অসমাপ্ত কাজ দ্রুত শেষ হয় বলে মনে করেন এখানকার মানুষ। জমি সংক্রান্ত মামলা হোক বা আর্থিক সংকট, এগুলি দূর করতে এই মন্দির আপনাকে দর্শন করতেই হবে।

সম্পত্তির লেনদেনের আগে ভক্তরা এখানে এগারো বার মন্দির প্রদক্ষিণ করেন। শুধু জাগতিক লাভ নয়, মানসিক শান্তি এবং রাহু-মঙ্গলের দোষ কাটাতেও এই মন্দির অদ্বিতীয়। আপনি যদি কোনও নির্মাণ কাজে বা বাস্তু দোষে ভুগে থাকেন, তবে কর্ণাটকের এই জাগ্রত মন্দির আপনার জীবনের সকল বাধা দূর করবে। প্রাচীন ঐতিহ্যের সঙ্গে বিশ্বাসের এই মিলনস্থল আজও ভারতের আধ্যাত্মিক মানচিত্রে উজ্জ্বল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার 'বরাহ' দেবের এই মন্দিরটি সারা বিশ্বের কাছে এক পরম আশ্চর্যের স্থল।
  • এই মন্দিরের প্রধান আকর্ষণ ভগবান ভুবরহনাথস্বামীর ১৪ ফুট উচ্চতার বিশাল মূর্তি।
  • শুধু জাগতিক লাভ নয়, মানসিক শান্তি এবং রাহু-মঙ্গলের দোষ কাটাতেও এই মন্দির অদ্বিতীয়।
Advertisement