shono
Advertisement
Incense

ধর্মমত অনুযায়ী ধূপকাঠি জ্বালানোর কারণও ভিন্ন, নিয়ম জেনে করুন উপাসনা

নানা ধর্মমত অনুযায়ী ধূপকাঠি জ্বালানোর আলাদা তাৎপর্য রয়েছে।
Published By: Sayani SenPosted: 05:32 PM Dec 22, 2025Updated: 05:32 PM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল হোক কিংবা সন্ধ্যা। গৃহস্থ বাড়ি হোক কিংবা ব্যবসাস্থল। সর্বত্র ধূপকাঠি জ্বালানোর চল রয়েছে। যেকোনও ধর্মমত অনুযায়ী উপাসনার সময় ধূপকাঠি জ্বালানোর চল রয়েছে। তা সে হিন্দু হোক কিংবা মুসলমান। বৌদ্ধ এমনকী খ্রিস্টান ধর্মমত অনুযায়ী ধূপকাঠি জ্বালানো হয়। আপনিও নিশ্চয়ই দেবদেবীর আরাধনার সময় ধূপ জ্বালান। সাধারণত ধূপকাঠি জ্বালানোর ফলে সুগন্ধ বেরয়। আর ওই সুগন্ধ বাড়িতে ইতিবাচক প্রভাব ফেলে। সে কারণে বাড়িতে ধূপকাঠি জ্বালানো হয়। কিন্তু জানেন কি, কোন ধর্মমতে ঠিক কী ব্যাখ্যা করা হয় ধূপকাঠি নিয়ে। জেনে নিন সেই সংক্রান্ত নানা তথ্য।

Advertisement

* হিন্দু ধর্মমতে ধূপকাঠি আনে পবিত্রতা। সুগন্ধের ফলে পরিবারে ইতিবাচক প্রভাবও পড়ে। তাই নেতিবাচকতা দূর করে শান্তির পরিবেশ বাড়িতে আনার জন্য বাড়িতে ধূপকাঠি জ্বালানো হয়। হিন্দু ধর্মমত অনুযায়ী, চন্দন, জুঁই ফুলের গন্ধযুক্ত ধূপকাঠি বিশেষ ব্যবহারের চল রয়েছে।

* বৌদ্ধ ধর্মমতে ধূপকাঠি জ্বালানোর আলাদা তাৎপর্য রয়েছে। মনে করা হয়, ধূপকাঠির সুগন্ধ জগতের সঙ্গে বিচ্ছিন্ন হতে সাহায্য করে। তাই ধ্যানে বসার আগে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অবশ্যই ধূপকাঠি জ্বালিয়ে নেন।

* খ্রিষ্ট ধর্মমতে উপাসনার সময় ধূপকাঠি জ্বালানোর চল রয়েছে। এই ধর্মাবলম্বী মনে করেন, স্নিগ্ধ গন্ধের ধূপকাঠি আধ্যাত্মিক বোধকে জাগিয়ে তুলতে সহায়তা করে। তাই উপাসনার আগে এই ধূপকাঠি জ্বালিয়ে নেন অনেকেই।

তাই অবশ্যই উপাসনার সময় ধূপকাঠি জ্বালিয়ে নিন। তাতে আধ্যাত্মিক বোধ জাগ্রত হবে। মন শান্ত করে উপাসনা করতে পারবেন আপনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাধারণত ধূপকাঠি জ্বালানোর ফলে সুগন্ধ বেরয়।
  • আর ওই সুগন্ধ বাড়িতে ইতিবাচক প্রভাব ফেলে। সে কারণে বাড়িতে ধূপকাঠি জ্বালানো হয়।
  • নানা ধর্মমত অনুযায়ী ধূপকাঠি জ্বালানোর আলাদা তাৎপর্য রয়েছে।
Advertisement