সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু শাস্ত্রমতে সন্ধ্যা অত্যন্ত পবিত্র সময়। কথিত আছে, এই সময়েই লক্ষ্মীদেবীর গৃহস্থের বাড়িতে আসেন। দেবীর সুনজরে ধনসমৃদ্ধি বৃদ্ধি পায় সংসারে। আবার কুনজরে হতে পারে বিপুল ক্ষতি। থমকে যেতে পারে উন্নতি। দেখা দিতে পারে আর্থিক সংকট। তাই এই সময়ে কিছু কাজকে নিষিদ্ধ হিসাবে ধরা হয়। শাস্ত্রজ্ঞদের মতে, এই নিষিদ্ধ কাজগুলি করলে দেবীর সুনজর থেকে বঞ্চিত হতে পারেন আপনি। চলুন জেনে নেওয়া যাক, সূর্যাস্তের পর ঠিক কোন কোন কাজ করা একেবারেই অনুচিত।
* ভুল করেও সূর্যাস্তের পর বাড়ির প্রবেশদ্বারকে কোনওভাবে আটকে রাখবেন না। সামনে কাউকে বসতে দেবেন না। বাড়ির চারপেয়ে সদস্য়কেও বসতে না দেওয়াই ভালো।
* সূর্যাস্তের সময় ঘরে ঝাঁটা দিয়ে কোনও কাজ করবেন না। তাতে দেবী লক্ষ্মীর কুনজরে পড়তে পারেন। আর্থিক সংকট দেখা দিতে পারে।
* সূর্যাস্তের পর গাছের পাতা কিংবা ফুল ছিঁড়বেন না। তাতে সংসারের ক্ষতি হতে পারে। বিশেষত তুলসি গাছের পাতায় হাতও দেবেন না।
* শুধু পাতা কিংবা ফুল ছেঁড়াই নয়। শাস্ত্রজ্ঞদের মতে, এই সময়ে গাছের গোড়ায় জল দেওয়াও উচিত নয়। তাতে সংসারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। থমকে যেতে পারে আর্থিক উন্নতি।
* সূর্যাস্তের পর আর কাউকে রান্নাঘরের সামগ্রী দান না করাই ভালো। বিশেষত দুধ, দই, নুন, চিনি কাউকে দেবেন না। তাতে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। আবার গার্হ্যস্থ অশান্তিও আশঙ্কা থাকে।
* সূর্যাস্তের সময় চুল আঁচড়াবেন না। শাস্ত্রজ্ঞদের মতে, তাতে লক্ষ্মীদেবী রুষ্ট হতে পারেন। আর্থিক সংকট দেখা দিতে পারে।
* বেশিক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকবেন না। তাতে নেতিবাচক শক্তি শরীরে বাসা বাঁধতে পারে। তাই শাস্ত্রজ্ঞদের মতে, সূর্যাস্তের পর আয়নার সামনে বেশিক্ষণ না দাঁড়ানোই ভালো।
* সূর্যাস্তের সময় নিজেকে নিয়ে নেতিবাচক ভাবনা থেকে বিরত থাকুন। তাতে জীবনে এগিয়ে যাওয়ার তাগিদ হারিয়ে যেতে পারে। দেখা দিতে পারে দৈন্যদশা। তাই ভুল করেও নিজের কিংবা অন্য কারও সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না। সবসময় সদর্থক ভাবনায় নিজেকে ডুবিয়ে রাখুন। তাতেই হবে উন্নতি।
