shono
Advertisement
Kartik Puja 2025

এ বছর কবে পড়েছে কার্তিক পূর্ণিমা? জেনে নিন পুজোর শুভ তিথি ও বিশেষ ক্ষণ

উদয়া তিথি অনুযায়ী কার্তিক পূর্ণিমা পালিত হবে ৫ নভেম্বর, ২০২৫।
Published By: Buddhadeb HalderPosted: 04:53 PM Oct 29, 2025Updated: 09:13 PM Nov 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছে পুজোর মরশুম। দুর্গা, কালী পেরিয়ে চলছে দেবী জগদ্ধাত্রী আরাধনা। আর এর পরেই নভেম্বরের গোড়াতেই অনুষ্ঠিত হতে চলেছে কার্তিক পুজো। কার্তিক পুজো সাধারণত বাংলা মাস অনুযায়ী কার্তিক মাসের সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয়। আবার অনেক সময় কার্তিক মাসের শেষ দিনেও অনুষ্ঠিত হয়ে থাকে। সূর্য যখন তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে, সেই দিনটিকেই কার্তিক মাসের সংক্রান্তি বা শেষ দিন হিসাবে ধরা হয়। ২০২৫ সালে কার্তিক পূর্ণিমা পড়েছে ৫ নভেম্বর, বুধবার। এই তিথি 'ত্রিপুরারী পূর্ণিমা' নামেও পরিচিত।

Advertisement

কার্তিক পূর্ণিমা শুভ তিথি ও ক্ষণ
তারিখ: ৫ নভেম্বর, ২০২৫ (বুধবার)
পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৪ নভেম্বর, ২০২৫, রাত্রি ১০টা ৩৬ মিনিট থেকে। শেষ হবে পরের দিন ৫ নভেম্বর, ২০২৫, সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।
উদয়া তিথি অনুযায়ী কার্তিক পূর্ণিমা পালিত হবে ৫ নভেম্বর, ২০২৫।

শুভ মুহূর্ত ও বিশেষ ক্ষণ
৫ নভেম্বর, ২০২৫ পুজোর শুভ সময় সকাল ৭টা ৫৮ মিনিট থেকে সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত। প্রদোষকালে দেব দীপাবলি মুহূর্ত পড়েছে ৫ নভেম্বর, সন্ধ্যা ৫টা ১৫মিনিট থেকে রাত ৭টা ০৫ মিনিট পর্যন্ত।
চন্দ্রোদয়: ৫ নভেম্বর, সন্ধ্যা ৫টা ১১ মিনিট।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নভেম্বরের গোড়াতেই অনুষ্ঠিত হতে চলেছে কার্তিক পূর্ণিমা।
  • ২০২৫ সালে কার্তিক পূর্ণিমা পড়েছে ৫ নভেম্বর, বুধবার।
  • এই তিথি 'ত্রিপুরারী পূর্ণিমা' নামেও পরিচিত।
Advertisement