shono
Advertisement
Bharat Sevashram Sangha

সৌহার্দ্য ও ভালোবাসার উদযাপন, 'গণ ভাইফোঁটা' উৎসবে মুখর মন্মথপুর প্রণব মন্দির

স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম আবির্ভাব তিথি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন হয়।
Published By: Buddhadeb HalderPosted: 01:30 PM Oct 23, 2025Updated: 01:30 PM Oct 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার ভাতৃদ্বিতীয়ার দিনে ব্যতিক্রমী 'গণ ভাইফোঁটা' পালন। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শুভ ভাইফোঁটার পবিত্র দিনে মন্মথপুর প্রণব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক অনন্য অনুষ্ঠান। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম আবির্ভাব তিথি। এই উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ আয়োজন করলেন 'গণ ভাইফোঁটা'। এ দিন ১৩০ জন ভাইহীন বোন ও বোনহীন ভাই একে অপরের কপালে ফোঁটা দিয়ে ‘যমের দুয়ারে কাঁটা’ দিলেন।

Advertisement

অনুষ্ঠানে মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রছাত্রী, স্থানীয় মানুষজন এবং মন্দির কমিটির সদস্যরা অংশ নেন। ছোট থেকে বড় সবাই মিলে আনন্দ-উল্লাসে দিনটি উদ্‌যাপন করেন। ভাইফোঁটা থেকে বঞ্চিত ভাই-বোনেরা এই অনুষ্ঠানে একে অপরের সঙ্গে আত্মিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হন। প্রথা অনুযায়ী পাঁচরকম মিষ্টি, পাঁচরকম ফল এবং উপহার দিয়ে ভাইফোঁটার পূর্ণাঙ্গ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন কলকাতার বিশিষ্ট সমাজসেবী শ্রী প্রসাদ গাঙ্গুলি এবং ডাঃ শম্ভু নাথ চৌধুরী।

মন্মথপুর প্রণব মন্দিরের এই মানবিক ভাবনায় স্থানীয় এলাকাবাসী ও ভাই-বোনহীন বহু পিতা-মাতা অত্যন্ত আনন্দিত হন। সকলের উপস্থিতিতে দিনটি পরিণত হয় সৌহার্দ্য ও ভালোবাসার এক মহোৎসবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুভ ভাইফোঁটার পবিত্র দিনে মন্মথপুর প্রণব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক অনন্য অনুষ্ঠান।
  • এ দিন ১৩০ জন ভাইহীন বোন ও বোনহীন ভাই একে অপরের কপালে ফোঁটা দিয়ে ‘যমের দুয়ারে কাঁটা’ দিলেন।
  • অনুষ্ঠানে সহযোগিতা করেন কলকাতার বিশিষ্ট সমাজসেবী শ্রী প্রসাদ গাঙ্গুলি এবং ডাঃ শম্ভু নাথ চৌধুরী।
Advertisement