shono
Advertisement
Spiritual News

চতুর্মাস শেষে ঘুম ভাঙবে ভগবান বিষ্ণুর, দেব উত্থানী একাদশীতে মেনে চলুন এই নিয়মগুলি

কীভাবে পালন করবেন এই একাদশীর ব্রত?
Published By: Arani BhattacharyaPosted: 08:59 PM Oct 31, 2025Updated: 08:59 PM Oct 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারমাস যোগনিদ্রায় থাকেন ভগবান বিষ্ণু। ছার মাসের সেই নিদ্রা ভাঙে তাঁর দেব উত্থানী একাদশীতে। নিদ্রা ভাঙ্গার পর জগতের দায়িত্বভার ফের গ্রহণ করেন তিনি। কথিত আছে যে ভগবান বিষ্ণুর যোগনিদ্রার এই চারমাস কোনও শুভ কাজ করতে নেই। এই বছর কবে হতে চলেছে দেব উত্থানী একাদশী? কী কী নিয়ম পালন করবেন জেনে নিন।

Advertisement

কবে দেব উত্থানী একাদশী?

এই বছরের দেব উত্থানী একাদশী পড়েছে ১ ও ২ নভেম্বর। দুই দিন ধরেই পালিত হবে এই একাদশী। যা শুরু হবে ১ নভেম্বর সকাল ৯.১১ মিনিতে এবং শেষ হবে ২ নভেম্বর সকাল ৭.৩১ মিনিটে। এই ব্রত পালনে জীবনে সুখসমৃদ্ধি আসে ও মনের ইচ্ছাপূরণ হয়।

কীভাবে পালন করবেন এই একাদশীর ব্রত?

দেব উত্থানী একাদশী পালনের আগের দিন নিরামিষ আহার করবেন। পরের দিন অর্থাৎ একাদশীর দিন সকালে উঠে স্নান সেরে নেবেন। চেষ্টা করবেন এই দিন হলুদ রঙের জামাকাপড় পরার। যদি তা সম্ভব না হয় তাহলে যে কোনও পরিষ্কার কাপড় পরুন। সম্ভব হলে একাদশীর উপোস করতে পারেন। এদিন সকালে শুদ্ধ হয়ে নারায়ণের মূর্তি বা ছবির যেটাই রয়েছে তা গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নিন। এরপর তার সামনে বসে বিষ্ণুর ধ্যান করুন। অর্ঘ্য নিবেদন করতে পারেন ফল, মিষ্টি, তুলসী পাতা, অখণ্ড চাল ও হলুদ চন্দন কাঠের মিশ্রণ এবং সঙ্গে পঞ্চামৃত নিবেদন করুন। লক্ষ্মী-নারায়ণের আরতি করে পুজো শেষ করুন।

চাইলে তুলসী বিবাহ দিয়েও ব্রত ভঙ্গ করতে পারেন। দ্বাদশী তিথিতে শালগ্রাম শিলা ও তুলসীর বিবাহ হয় মূলত। এই পুজো দিয়ে পুজোর প্রসাদ ও চরণামৃত খেয়ে উপোস ভাঙবেন। এরপর নিরামিষ আহার করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেব উত্থানী একাদশী পালনের আগের দিন নিরামিষ আহার করবেন।
  • পরের দিন অর্থাৎ একাদশীর দিন সকালে উঠে স্নান সেরে নেবেন।
  • চেষ্টা করবেন এই দিন হলুদ রঙের জামাকাপড় পরার।
Advertisement