ইস্টবেঙ্গল: ২ (আরোমল পি, শ্যামল বেসরা)
মোহনবাগান: ১ (পাসাং দোরজি তামাং)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুরল ভাগ্যের চাকা। অবশেষে মোহনবাগানকে হারাল ইস্টবেঙ্গল। চলতি মরশুমে সিনিয়র দল হোক বা বয়সভিত্তিক দল, সব স্তরের ডার্বিতেই কার্যত একাধিপত্য দেখিয়েছে সবুজ-মেরুন শিবির। কিন্তু মঙ্গলবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বিতে সেই ধারা বদলে গেল। জয়ের মুখ দেখল লাল-হলুদ শিবির।
মঙ্গলবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জোনাল পর্বের ফিরতি ডার্বিতে মোহনবাগানকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল এফসি। মাত্র সপ্তাহখানেক আগে এই জোনাল ডার্বিতে নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারায় মোহনবাগান। মঙ্গলবার সেই হারের মধুর বদলা নিলেন শ্যামল বেসরারা। এদিন ম্যাচের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের। ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি পায় মোহনবাগান। কিন্তু টাইসনের আদায় করা সেই পেনাল্টি কাজে লাগাতে পারেনি সবুজ-মেরুন শিবির।
সেই পেনাল্টি মিসই কাল হয়ে দাঁড়ায়। ম্যাচে ক্রমশ দাপট দেখাতে থাকে ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে ৩৪ মিনিটে প্রথম গোলটি করেন আরোমল পি। প্রথমার্ধে ম্যাচে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুটাও ভালো করে ইস্টবেঙ্গল। ৭১ মিনিটে আরও একটি গোল করে লাল-হলুদকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন শ্যামল বেসরা। রক্ষণের ভুলে গোল হজম করতে হয় সবুজ-মেরুন শিবিরকে। মিনিট পাঁচেক বাদেই অবশ্য একটি গোল শোধ করেন মোহনবাগানের পাসাং দোরজি তামাং। তবে তাতে ম্যাচের ফলাফল বদলায়নি।
চলতি মরশুমে এই নিয়ে তৃতীয় ডার্বি হার মোহনবাগানের। সব মিলিয়ে বিভিন্ন স্তরের ১৩টি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তার মধ্যে ৯টি ম্যাচই জিতেছে মোহনবাগান।