shono
Advertisement

রিওতে সোনার ‘অষ্টমী’ বোল্টের

"মহম্মদ আলি, পেলের মতো কিংবদন্তিদের পাশে আমার নামকে রাখতে চাই৷" The post রিওতে সোনার ‘অষ্টমী’ বোল্টের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:21 PM Aug 19, 2016Updated: 03:51 PM Aug 19, 2016

দীপক পাত্র, রিও ডি জেনেইরো: সেই একইরকম কুল৷ টেনশনের চিহ্নমাত্র নেই৷ ক্যামেরা তাঁর দিকে তাক করলেই, কোমর দোলাচ্ছেন, নাচছেন৷ রিও-তে একশো মিটারে নামার আগে যে ছবি পাওয়া গিয়েছিল, ২০০ মিটারের আগেও ঠিক তাই৷ যদিও উসেইন বোল্টের মনের ভিতরে ঝড় চলছিল কি না বোঝার উপায় নেই৷ একশো মিটারে জেতার পরই সাত সোনা পকেটে চলে এসেছিল৷ এবার ২০০ মিটারেও সোনা জিতলেন তিনি৷ সংখ্যাটা গিয়ে দাঁড়াল আটে৷ বোল্টের ইভেন্ট বাকি বলতে ৪x১০০ মিটার৷ তিনি জানালেন, “মহম্মদ আলি, পেলের মতো কিংবদন্তিদের পাশে আমার নামকে রাখতে চাই৷ দেখতে চাই, রিলের পরে সংবাদ মাধ্যম আমাকে কিংবদন্তিদের পাশে রাখে কি না৷”

Advertisement

দৌড়ের পর তাঁর চেনা পরিচিত স্টাইলে ট্র্যাকের উপর দাঁড়ানো, সমর্থকদের দিকে দৌড়ে গিয়ে ভিড়ে মিশে যাওয়া, দেদার সেলফি তোলা সবই করলেন৷ তারপর একটু দম নিয়ে জানালেন, “এটাই আমার শেষ ওলিম্পিক৷ সবাই যাতে মনে রাখে সেরকমই পারফর্ম করে যাব৷ আমি চ্যাম্পিয়ন, এটা নতুন করে আর কাউকে প্রমাণ করার কিছু নেই৷ গোটা কেরিয়ারে পরিশ্রম করেছি নিজেকে সেরা প্রমাণ করতেই৷ ওলিম্পিকে আটটা সোনা নিঃসন্দেহে সবাইকে চমকে দেওয়ার মতো৷ এই মঞ্চে দাঁড়িয়ে একটা মানুষ যা কিছু করতে পারে, আমি সেটাই করে দেখিয়েছি৷”

ব্যক্তিগত ইভেন্টে বোল্টের লড়াই আর দেখতে পাওয়া যাবে না৷ রিলেতে নামবেন তিনি৷ সেখানেও সোনা মানে, মোট ন’টি সোনার মালিক হয়ে যাবেন বিশ্বের দ্রুততম মানব৷ মাইকেল ফেল্পস সাঁতারে সবমিলিয়ে ২৩টি সোনার পদক নিয়ে অবসর নিয়েছেন৷ কে সেরার প্রশ্ন উঠলে তা এড়িয়ে যান বোল্ট৷ “সাঁতার ও ট্র্যাক অ্যান্ড ফিল্ড আলাদা ইভেন্ট৷ দু’টোর মধ্যে কখনও তুলনা টানা যায় না৷ ফেল্পসও দুর্দান্ত৷ আমরা দু’জনেই নিজেদের মঞ্চে সেরা৷” বলে দেন জামাইকার তারকা স্প্রিন্টার৷ আপাতত প্রশ্ন একটাই৷ ওলিম্পিকে সোনা জয়ের হ্যাটট্রিকের হ্যাট্রিক হবে কি?

The post রিওতে সোনার ‘অষ্টমী’ বোল্টের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement