shono
Advertisement

বড়দিন উদযাপন করে তীব্র সমালোচনার মুখে মীর

মীরের শান্ত উত্তর যেন জানিয়ে দিচ্ছে, এ দেশে ধর্মের প্রকৃত অর্থটি৷ The post বড়দিন উদযাপন করে তীব্র সমালোচনার মুখে মীর appeared first on Sangbad Pratidin.
Posted: 02:57 PM Dec 27, 2016Updated: 09:41 AM Dec 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরবাসীর অনেকেরই ঘুম ভাঙে রেডিওর ওপার থেকে তাঁর গলায় গুড মর্নিং শুনে৷ অনেকেরই দিনের ক্লান্তি ঝরে যায় তাঁর সঞ্চালনার গুণে৷ তাঁর শুভরাত্রি শুনেই হাসিখুশি মন নিয়ে ঘুমোতে যাওয়া শহরবাসীর সংখ্যাও কিন্তু কম নয়৷ শহরের অন্যতম সেরা আরজে, সঞ্চালক মীরকেও যে আক্রমণের মুখে পড়তে হবে তা অনেকে স্বপ্নেও ভাবেননি৷ কিন্তু বাস্তব অনেকটাই কঠোর ও তিক্ত৷

Advertisement

বড়দিন উপলক্ষে স্ত্রী ও মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন মীর৷ লিখেছিলেন, তাঁর জীবনে এঁরাই সান্তা৷ প্রতিটা দিনই তাঁর কাছে বড়দিন৷ যথারীতি তাঁর ফ্যানরা সেই পোস্টেই তাঁকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছিলেন৷ কিন্তু এর মধ্যেই দেখা গেল ব্যতিক্রম৷ ইসলাম ধর্মাবলম্বী হয়ে তাঁর যে বড়দিন সেলিব্রেট করা উচিত নয়, এমনটাই বললেন কেউ কেউ৷ তা নিয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়তে হয় মীরকে৷

তিনি অবশ্য তাঁর স্বভাবসিদ্ধ মেজাজ ও মর্জিতেই এর উত্তর দিয়েছেন৷ কোথাও রাগ অভিমানের লেশমাত্র নেই৷ বরং তাঁর উত্তরে যেন ফুটে উঠেছে আক্ষেপ৷ মীর জানিয়েছেন, তিনি যদি আজ মিশন্যারিজ অফ চ্যারিটিজ-এ অর্থ দান করতে চান, তবে হয়তো তাঁকে বলা হবে, ওখানে নয় এতিমখানায়  সাহায্য করা উচিত তাঁর৷ সেখানে করতে গেলে কেউ বলবেন, একজন ইসলাম ধর্মাবলম্বীর কাছে এর থেকে বেশি আর কী আশা করা যায়! আর এরপরই তাঁর মন্তব্য, ধর্মের সত্যিই কোনও সীমা হয় না৷ কিন্তু তা চিহ্নিত করার এক মারাত্মক লক্ষণ ইদানীং গোটা বিশ্বেই দেখা যাচ্ছে৷ তিনি জানান, একজন ইসলাম ধর্মাবলম্বী হিসেবে তিনি তাঁর ধর্মের পাঠ নিয়েছেন৷ কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হয়েছেন এক ব্রাহ্মণকন্যার সঙ্গে৷ না, তাঁর স্ত্রীকে অবশ্য সে কারণে ধর্মান্তরিত হতে হয়নি৷ যাঁরা এই বিভাজনের রেখা টানছেন, তাঁদের উদ্দেশ্যে মীর যিশুর কথা উদ্ধৃত করেই  বলেছেন, এঁরা জানে না এঁরা কী করছেন৷

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর ছবি দিয়ে বিপাকে পড়েছিলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিও৷ স্ত্রীর পোশাক নিয়ে কটুক্তির মুখে পড়েও আশ্চর্য শান্ত থেকেছিলেন তিনি৷ বরং সেই কুরুচিকর সমালোচনার নিন্দা করেছিলেন বহু মানুষ৷ মীরের ক্ষেত্রেও প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়৷ তবে সেই সবের মধ্যেই মীরের শান্ত উত্তর যেন জানিয়ে দিচ্ছে, এ দেশে ধর্মের প্রকৃত অর্থটি৷ জানিয়ে দিচ্ছে, এটাই শহর কলকাতার স্পিরিট৷ আর সেই সঙ্গে যেন জাগিয়ে রাখছে প্রশ্ন, আর কবে ধর্ম বলতে মানুষ শুধু মানুষকেই বুঝবে!

The post বড়দিন উদযাপন করে তীব্র সমালোচনার মুখে মীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement