সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যালাক্সি সি ৫ মডেলের বিপুল জনপ্রিয়তার পর বাজারে আসতে চলেছে গ্যালাক্সি সি ৭ স্মার্টফোন৷ সি ৫ মডেলটির প্রি-অর্ডার বুকিং শুরু হয়ে গিয়েছে চিনে৷ সি ৭ মডেলটি সে দেশের বাজারে আসবে ৬ জুন, তবে ভারতে ঠিক কবে লঞ্চ করবে সেই তারিখ এখনও জানা যায়নি৷
কর্মক্ষেত্রে এই ৯ কাজ এড়িয়ে চলুন!
গ্যালাক্সি সি ৭ স্মার্টফোনে রয়েছে ৫.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল এইচডি স্ক্রিন৷ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো আপডেট ও অক্টা-কোর স্ন্যাপড্রাগন প্রসেসর, সঙ্গে ৪ জিবি র্যাম থাকার দরুন যে কোনও বড় ফাইল, গেম খেলতে এই ফোনে বিন্দুমাত্র সমস্যা হবে না বলে দাবি প্রস্তুতকারক সংস্থার৷
এস ৭ মডেলের ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা ৮ এমপির৷ ৩২ জিবি ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ অপশন মিলবে৷ ৩৩০০ এমএএইচ ব্যাটারি ও ফোর-জি এলটিই কানেক্টিভিটির মডেলটির দাম ভারতীয় মুদ্রায় ২৬,৬৬০ টাকা৷ গোল্ড, পিঙ্ক গোল্ড, গ্রে ও সিলভার রঙে মিলবে ফোনটি৷
বাজারে এল বিশ্বের প্রথম অটোমেটেড সেলফি স্টিক
The post ফিচারে ঠাসা Samsung Galaxy C7 appeared first on Sangbad Pratidin.