shono
Advertisement

পুরনো, ব্যবহৃত স্মার্টফোন বিক্রি করবে Samsung

অ্যাপলের দেখানো পথেই হাঁটতে চলেছে স্যামসাং... The post পুরনো, ব্যবহৃত স্মার্টফোন বিক্রি করবে Samsung appeared first on Sangbad Pratidin.
Posted: 05:35 PM Aug 22, 2016Updated: 04:24 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো বা রিফার্বিশড ইউজড প্রিমিয়াম স্মার্টফোনগুলি ফের বিক্রি করার পরিকল্পনা করছে স্যামসাং ইলেকট্রনিক্স৷ সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমনটাই খবর৷

Advertisement

দক্ষিণ কোরিয়ার সংস্থাটি এই মুহূর্তে স্মার্টফোন বিক্রির নিরিখে বিশ্বে শীর্ষ স্থানাধিকারী৷ সংস্থাটি চায় তাদের প্রোডাক্টের ‘কস্ট এফিসিয়েন্সি’-কে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে৷ তাই পুরনো, ব্যবহৃত হাই এন্ড স্মার্টফোনগুলিকে ফের গ্রাহকের হাতে তুলে দিয়ে বাজারের বেশিরভাগটাই দখলে রাখতে চায় স্যামসাং৷

এই পরিকল্পনার বিষয়ে সংস্থার কর্তারা প্রকাশ্যে মুখ খুলতে না চাইলেও রয়টার্স সূত্রে খবর, দক্ষিণ কোরিয়া ও আমেরিকায় এই নয়া যাত্রা শুরু করতে পারে স্যামসাং৷ পরে ধীরে ধীরে প্রকল্পের সাফল্য খতিয়ে দেখে অন্যান্য দেশেও পুরনো স্মার্টফোন বিক্রির পথে হাঁটতে পারে সংস্থাটি৷

একবছর বা তার চেয়ে বেশি পুরনো ফোন সংস্থাকে ফিরিয়ে দিলে, সেই ফোনগুলিরই ব্যাটারি বা কেসিং বদলে আবার নয়া গ্রাহকদের কাছে কম দামে বিক্রি করবে স্যামসাং৷ সেক্ষেত্রে গ্রাহকদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে, যে মডেলটি পুরনো ও ব্যবহৃত৷ অন্যদিকে, গ্রাহকরাও অপেক্ষাকৃত কম দামে সংস্থার প্রিমিয়াম মডেলগুলি ব্যবহার করার সুযোগ পাবেন৷ তবে পুরনো ফোন কিনলে ঠিক কত শতাংশ ছাড় মিলবে সে কথা জানাতে সংস্থার মুখপাত্র অস্বীকার করেছেন৷

এই একই পথে হেঁটে লাভের মুখ দেখেছে অ্যাপল৷  মার্কিন মুলুকে ৯০ ডলারেরও কমে পুরনো আইফোন কিনতে পাওয়া যায়৷ একই পন্থায় ভারতেও পুরনো আইফোন বিক্রির পরিকল্পনা করেছিল অ্যাপল, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের ছাড়পত্র না পাওয়ায় প্রকল্পটি এখনও বিশ বাঁও জলে৷ এবার স্যামসাংও চাইছে সস্তায় হাই এন্ড হ্যান্ডসেট বিক্রি করে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা চিনা সংস্থাগুলির চেয়ে প্রতিযোগিতায় কয়েক কদম এগিয়ে থাকতে৷

The post পুরনো, ব্যবহৃত স্মার্টফোন বিক্রি করবে Samsung appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement