shono
Advertisement

হিমাচলের পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর অভিনেত্রীর

মাত্র ৩২ বছরে অভিনেত্রীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মীরা।
Posted: 08:59 AM May 24, 2023Updated: 09:06 AM May 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের অভিনেত্রী বৈভবী উপাধ্যায় (Vaibhavi Upadhayay)। মঙ্গলবার সকালে হিমাচল প্রদেশে ঘটেছে ঘটনাটি। অভিনেত্রীর দেহ মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর।

Advertisement

জনপ্রিয় ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে জাসমিনের চরিত্রে অভিনয় করলেন বৈভবী। তাঁর সাবলীল অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। ‘সিম্পলি স্বপ্নে’, ‘ক্যায়া কসুর হ্যায় আমলাকা’র মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন বৈভবী। তাঁকে দেখা গিয়েছে ‘প্লিজ ফাইন্ড অ্যাটাচড’ সিরিজে। দীপিকা পাড়ুকোনের ‘ছপাক’ সিনেমায় তিনি হয়েছিলেন মীনাক্ষী। গুজরাটি নাট্যজগতেও সুনাম ছিল বৈভবীর।

[আরও পড়ুন: ‘কেউ সাহায্য করেনি…’, মেট্রোয় যৌন হেনস্তার শিকার অভিনেত্রী সানিয়া মালহোত্রা!]

বৈভবীর মৃত্যুর খবর নিশ্চিত করেন ‘সারাভাই ভার্সেস সারাভাই টেক ২’ ধারাবাহিকের অভিনেতা-প্রযোজক জেডি মাজেথিয়া। মাত্র ৩২ বছর বয়সে বৈভবীর এমন মৃত্যু তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।

শোনা গিয়েছে, হিমাচল প্রদেশের পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় খাদে পড়ে যায় বৈভবীদের গাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারান অভিনেত্রী। গাড়িতে তাঁর বাগদত্তও ছিলেন। তাঁর চোট তেমন গুরুতর নয়। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। অভিনেত্রীর দেহ মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে। বুধবার সকাল ১১টা নাগাদ শেষকৃত্য। অভিনেত্রীর অকাল প্রয়াণে শোকাহত তাঁর অনুরাগী ও সহকর্মীরা।

[আরও পড়ুন: ‘মন্দিরে নাকি টাকা নষ্ট হয় এখন কেন যাচ্ছ?’, কেদারনাথ দর্শনে গিয়ে কটাক্ষের মুখে অক্ষয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার