shono
Advertisement

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী, নিরাপত্তার স্বার্থে রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা

ফণীর জন্য এগিয়ে আনা হল গ্রীষ্মাবকাশ, ৩০ জুন পর্যন্ত ছুটি৷ The post ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী, নিরাপত্তার স্বার্থে রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:43 PM May 02, 2019Updated: 04:56 PM May 02, 2019

দীপঙ্কর মণ্ডল: বিধ্বংসী ঘূর্ণিঝড় ফণীর আতঙ্কে কাঁপছে রাজ্যের উপকূলবর্তী এলাকা৷ শুধু তাইই নয়, শহর কলকাতাতেও প্রবল তাণ্ডব চালাতে পারে আয়লার চেয়ে বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী৷ আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসের পর পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করল সরকার৷ ফণীর আতঙ্কে এগিয়ে আনা হল গ্রীষ্মের ছুটি৷ শুক্রবার থেকেই গরমের ছুটি পড়ে যাচ্ছে রাজ্যের সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলগুলিতে৷ আগামী ৩০ জুন পর্যন্ত ছুটি থাকবে৷ প্রয়োজনে শেষদিকে ছুটির মেয়াদ কমানো হতে পারে বলে নবান্ন সূত্রে খবর৷

Advertisement

[আরও পড়ুন : ফণী আতঙ্কে দিঘা ছাড়ছেন পর্যটকরা, শুনশান সৈকত শহর]

ঠিক ১০ বছর আগে, ২০০৯ সালের মে মাসে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলবর্তী এলাকায় শক্তিশালী ঘূর্ণিঝড় আয়লার তাণ্ডব এখনও ভোলেননি কেউ৷ আসন্ন ফণী আয়লার থেকেও বেশি শক্তি নিয়ে আছড়ে পড়বে বাংলার উপকূলবর্তী এলাকায়৷ আবহাওয়া দপ্তরের একাধিক সতর্কবার্তা পেয়েই নড়েচড়ে বসেছে প্রশাসন৷ বিপর্যয় মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং উপকূলবর্তী বাহিনীকে প্রস্তুত করে রাখা হয়েছে৷ ইতিমধ্যেই উপকূল এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হচ্ছে৷ ত্রাণের ব্যবস্থাও করা হচ্ছে৷ এসবের মাঝে স্কুলপড়ুয়াদের নিরাপত্তাতেও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন৷ তাই আলোচনাক্রমে সিদ্ধান্ত হয়েছে গ্রীষ্মাবকাশ এগিয়ে আনার৷ সাধারণত মে মাসের মাঝের দিকে গ্রীষ্মের ছুটি পড়ে স্কুলগুলিতে৷ কিন্তু ফণীর আশঙ্কায় ৩ তারিখ থেকেই ছুটি ঘোষণা করা হয়েছে৷ প্রয়োজনে শেষের দিক থেকে ছুটি কমিয়ে নেওয়া হবে বলে ঠিক করেছে শিক্ষাদপ্তর৷

[আরও পড়ুন : সহকর্মীর গুলিতে নিহত আধাসেনা, ভোটের আগে আতঙ্ক বাগনানে]

অন্যদিকে, ক্যাটাগরি ফাইভ ঘূর্ণিঝড়ের লক্ষ্মণযুক্ত ফণী নিয়ে মৌসম ভবনের সতর্কবার্তায় নড়েচড়ে বসেছে কেন্দ্রও৷ পরিস্থিতি পর্যালোচনায় নরেন্দ্র মোদি দুপুরেই উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করেছেন৷ উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব, মুখ্যসচিব৷ আলোচনা করা হয় এনডিআরএফ-সহ বিপর্যয় মোকাবিলা দলের প্রধানদের সঙ্গে৷ রেলের তরফে খোলা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর৷ হাওড়ার নম্বর ৬৩৯৫০, ৪৫২৭১৷  সবমিলিয়ে, ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবের মোকাবিলায় সমস্ত রকমের প্রস্তুতি তুঙ্গে৷ 

 

The post ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণী, নিরাপত্তার স্বার্থে রাজ্যের স্কুলগুলিতে ছুটি ঘোষণা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement