সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দিনে বড় চমক দিতে চলেছে মহাকাশ! শুনে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। ক্রিসমাসের সন্ধ্যাকাশ সত্যিই আপনাকে চমকে দেবে। গ্রহ-উপগ্রহের নিজেদের মধ্যে অবস্থানগত সমাহারই এর কারণ। বৃহস্পতি, শুক্র গ্রহের ঠিক নিচে থাকবে অর্ধচন্দ্র। এই বিরল অবস্থানের কারণে দেখতে মহাকাশে ফুটে উঠবে হাসির ইমোজি, যাকে চলতি কথায় 'স্মাইলি' বলা হয়। সূর্য ডুবলেই পশ্চিম আকাশে চোখ রাখলে আপনিও দেখতে পাবেন এমন অপূর্ব দৃশ্য। এর আগে এপ্রিল মাসেও এমন বিরল ছবি ফুটে উঠেছিল। ক্রিসমাসের সন্ধ্যায় তা ফিরে আসতে চলেছে।
সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি। এর জন্য একে 'গুরুগ্রহ' বলা হয়ে থাকে। সূর্য থেকে দূরত্বের নিরিখে পঞ্চমে এর অবস্থান। আর পৃথিবীর ঠিক আগে অর্থাৎ সূর্য থেকে দ্বিতীয় দীর্ঘতর দূরত্বে রয়েছে শুক্র গ্রহ। অন্যদিকে, পৃথিবীর উপগ্রহ চাঁদ আবর্তন করতে করতে ঘনঘন স্থান পরিবর্তন করে। বড়দিনের সন্ধ্যায় এই তিন গ্রহ-উপগ্রহের অবস্থানেই এমন এক বিন্যাস তৈরি হবে যাতে আকাশের বুকে দেখা যাবে 'স্মাইলি'র মতো প্রতীক।
কীভাবে এমনটা সম্ভব? জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই দিন সন্ধ্যার আকাশে উদয় হবে অর্ধেক চাঁদ। তার ঠিক উপরে একই সরলরেখায় থাকবে বৃহস্পতি এবং শুক্র গ্রহ। সবমিলিয়ে যেন মনে হবে আকাশে ফুটে উঠেছে দুটি 'চোখ' এবং 'হাসিমুখ'। যদিও বৃহস্পতি আকার-আয়তনে শুক্রের চেয়ে ঢের বড় হওয়ায় মনে হবে, একটি 'চোখ' বৃহৎ, অন্যটি ছোট। সেটুকু অসংগতি বাদ দিলে রাতের আকাশে এমন সহাস্য এক ছবি বড় বিস্ময়ের বইকী! এইই হল আসলে বড়দিনের বড় চমক।ক্রিসমাসে হুইহুল্লোড়, আড্ডার মাঝেই সূর্য ডুবলে একটু পশ্চিম আকাশে নজর রাখুন। পরিষ্কার আকাশ থাকলে আপনার চোখে পড়বেই বৃহস্পতি-শুক্র-চাঁদের অবস্থানগত বিরল 'হাসিমুখ'।
