shono
Advertisement

Breaking News

Donald Trump

সুনীতাকে পৃথিবীতে ফেরাতে মাস্কের সাহায্য চান ট্রাম্প

আট দিনের অভিযান পেরিয়ে গিয়েছে আট মাস।
Published By: Biswadip DeyPosted: 07:06 PM Jan 30, 2025Updated: 07:09 PM Jan 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট দিনের অভিযানে গিয়ে আট মাস পার হতে চলেছে। এখনও মহাকাশে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর। এবার সুনীতাকে ফেরাতে বিশ্বস্ত বন্ধুর দ্বারস্থ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে নাসার দুই মহাকাশচারীকে ফিরিয়ে আনার জন্য এলন মাস্কের স্পেসএক্সকে দায়িত্ব দিলেন মার্কিন প্রেসিডেন্ট। আর এই খবর নিজেই জানিয়ে এক্স হ্যান্ডলে ধনকুবের এলন মাস্ক লিখেছেন, 'স্পেস স্টেশন আটকে থাকা দুজনকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের দিয়েছে হোয়াইট হাউস। ভয়ংকর ব্যাপার যে তাঁদের বাইডেন প্রশাসন এতদিন ধরে নিজেদের হালে ছেড়ে রেখে দিয়েছে।'

আর ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে একটি পোস্টে ট্রাম্প জানান, 'আমি এলন মাস্ককে দুই সাহসী মহাকাশচারীকে ফিরিয়ে আনতে বলেছি, যাদের বাইডেন প্রশাসন মহাকাশে কার্যত পরিত্যক্ত করেছে। তাঁরা মহাকাশ স্টেশনে অনেক মাস ধরে অপেক্ষা করছেন। ইলন শীঘ্রই আসবেন। আশা করছি, সবাই নিরাপদে থাকবেন। শুভকামনা ইলন।'' মার্কিন মুলুকে বাইডেন সরকার ক্ষমতায় থাকাকালীন দুই মহাকাশচারী আটকে রয়েছেন।

আর বুধবার ট্রাম্প তাঁর পোস্টে এই নিয়ে বাইডেনকে সরাসরি দায়ী করেছেন। ১০ দিনের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গিয়েছিলেন সুনীতা ও বুচ। যদিও মহাকাশযানে ত্রুটির কারণে তাঁরা ২০২৪ সালের জুন মাস থেকে সাত মাস ধরে মহাকাশ স্টেশনেই আটকে রয়েছেন। আর আট মাস মহাকাশে আটকে হাঁটতে ভুলে গিয়েছেন সুনীতা উইলিয়ামস! সম্প্রতি শোরগোল ফেলা এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় চাঞ্চল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আট দিনের অভিযানে গিয়ে আট মাস পার হতে চলেছে।
  • এখনও মহাকাশে আটকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর।
  • এবার সুনীতাকে ফেরাতে বিশ্বস্ত বন্ধুর দ্বারস্থ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Advertisement