shono
Advertisement
Paschim Banga Vigyan Mancha

কুসংস্কার রুখতে বিরাট কর্মসূচি, ৪০ বছর পূর্তিতে বিশেষ অভিযানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ

১ জানুয়ারি সাইকেল র‍্যালি দিয়ে মাসব্যাপী এই অভিযানের সূচনা।
Published By: Buddhadeb HalderPosted: 04:31 PM Dec 31, 2025Updated: 04:31 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৪০ বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্য জুড়ে শুরু হচ্ছে এক মাসব্যাপী বিজ্ঞান অভিযান। ১লা থেকে ৩০শে জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। কুসংস্কার বিরোধী প্রচার, হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে প্রতিটা ব্লকে ব্লকে পৌঁছে যাবেন কর্মীরা। রাজ্য জুড়ে বিজ্ঞান মেলা আয়োজনের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে বৈজ্ঞানিক চেতনা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে।

Advertisement

আগামী ১লা জানুয়ারি আচার্য সত্যেন্দ্রনাথ বসুর ১৩৩তম জন্মদিন। এই বিশেষ দিনটিতেই অভিযানের সূচনা হবে। শ্যামবাজার নেতাজি মূর্তির সামনে থেকে আচার্যের বাড়ি ঈশ্বর মিল লেন পর্যন্ত একটি বিশাল সাইকেল র‍্যালি ও পদযাত্রা আয়োজিত হবে। কলকাতা সাইকেল সমাজের সহযোগিতায় এই উদ্যোগ নিয়েছে ‘আচার্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটি’। পদযাত্রা শেষে আচার্যের মূর্তিতে মাল্যদান করা হবে।

এই কর্মসূচিতে অংশ নেবেন বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক পলাশ বরণ পাল, পরিবেশবিদ তপন সাহা এবং অধ্যাপক শ্যামল চক্রবর্তী। এছাড়াও থাকবেন বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী, কলকাতা জেলার সম্পাদক শেখ সোলেমানসহ বহু শিক্ষক ও ছাত্রছাত্রী।

অভিযানের অন্যতম আকর্ষণ হিসেবে ১৭ই জানুয়ারি থেকে ২০শে জানুয়ারি পর্যন্ত হেদুয়া পার্কে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। সমাজের সর্বস্তরের মানুষকে বিজ্ঞানের এই মহাযজ্ঞে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৪০ বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্য জুড়ে শুরু হচ্ছে এক মাসব্যাপী বিজ্ঞান অভিযান।
  • ১লা থেকে ৩০শে জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি।
  • কুসংস্কার বিরোধী প্রচার, হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে প্রতিটা ব্লকে ব্লকে পৌঁছে যাবেন কর্মীরা।
Advertisement