shono
Advertisement
Sunita Williams

শিগগির পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস! সুখবর শোনাল নাসা

সুনীতাদের মহাকাশে থাকার মেয়াদ আট মাস পেরিয়েছে গত সপ্তাহেই।
Published By: Biswadip DeyPosted: 12:10 PM Feb 12, 2025Updated: 01:46 PM Feb 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস ধরে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস। তাঁর ফেরা নিয়ে তৈরি হয়েছে সংশয়ের মেঘ। কিন্তু এবার তাঁর পৃথিবীতে ফেরা নিয়ে মিলল সুখবর। নাসা জানাল, এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের যান সুনীতা উইলিয়ামস (Sunita Williams), বুচ উইলমোরকে নিয়ে ফিরবে মার্চের মাঝামাঝি। এর আগে ঠিক ছিল মার্চের শেষদিক বা এপ্রিলের শুরুতে হয়তো ফিরবেন ভারতীয় বংশোদ্ভূত নভোচর। কিন্তু এবার সেই সময়কালকে আরও অন্তত দুসপ্তাহ এগিয়ে আনার পরিকল্পনা করল মার্কিন মহাকাশ সংস্থা। টার্গেট করা হচ্ছে ১২ মার্চ তারিখটিকে।

Advertisement

গত সপ্তাহেই সুনীতাদের মহাকাশে থাকার মেয়াদ আট মাস পেরিয়েছে। এই পরিস্থিতিতে নাসার আধিকারিক স্টিভ স্টিচ এক বিবৃতিতে বলেছেন, ''মনুষ্যচালিত মহাকাশযানে অপ্রত্যাশিত অনেক চ্যালেঞ্জ থাকে।''  গত বছরের মে মাসে স্পেস এক্সের রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর। তাঁদের ফেরার কথা ছিল জুনে। কিন্তু যান্ত্রিক রকেটে ত্রুটির কারণে তাঁদের ফেরা বিলম্বিত হয়েছে।

ক'দিন আগেই এত দীর্ঘ সময় মহাকাশে থাকার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সুনীতা বলেছিলেন, ''হাঁটার অনুভূতি কেমন, তা ভুলেই গিয়েছি। এখানে দীর্ঘদিন ধরে রয়েছি। অনেকদিন হাঁটিনি, বসিনি। এখন মনে করার চেষ্টা করছি যে হাঁটার অনুভূতিটা কেমন। চোখ বন্ধ করলে হয়তো মনে হতে পারে, খুব বেশিদিন আমি এখানে আসিনি। কিন্তু এখানে সময়ের হিসেব অন্যরকম। সামান্য ব্যবধান দীর্ঘ বলে মনে হয়।”

মহাশূন্যে দীর্ঘ সময় থাকলে হাড় ক্ষয়ে যায়। খাওয়াদাওয়াও পৃথিবীর মতো নয়। অসুবিধা ঢের। সুস্থ থাকাও সহজ নয়। সবমিলিয়ে এতদিন ধরে সুনীতা (Sunita Williams), বুচের এই জীবন যথেষ্ট কঠিন। এবার তাঁদের ফেরার সময় এসেছে। আপাতত 'ঘরে ফেরার' অপেক্ষায় তাঁরা। তাঁদের স্বাগত জানাতে তৈরি পৃথিবীবাসীও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাসা জানাল, এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের যান সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোরকে নিয়ে ফিরবে মার্চের মাঝামাঝি।
  • এর আগে ঠিক ছিল মার্চের শেষদিক বা এপ্রিলের শুরুতে হয়তো ফিরবেন ভারতীয় বংশোদ্ভূত নভোচর।
  • কিন্তু এবার সেই সময়কালকে আরও অন্তত দুসপ্তাহ এগিয়ে আনার পরিকল্পনা করল মার্কিন মহাকাশ সংস্থা।
Advertisement