shono
Advertisement

কলকাতায় ‘দাদা’র উপস্থিতিতেই হবে ভারতীয় দলের কোচ নির্বাচন

মঙ্গলবার কলকাতায় সাক্ষাৎকার দিতে আসছেন সম্ভাব্য কোচরা৷ The post কলকাতায় ‘দাদা’র উপস্থিতিতেই হবে ভারতীয় দলের কোচ নির্বাচন appeared first on Sangbad Pratidin.
Posted: 09:15 PM Jun 20, 2016Updated: 03:45 PM Jun 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডানকান ফ্লেচারের উত্তরসূরী কে? ভারতীয় ক্রিকেটমহলে এখন সেই ব্যক্তিরই খোঁজ চলছে জোর কদমে৷ আসন্ন টেস্ট সিরিজের জন্য বিরাট কোহলি তাঁর দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা দেওয়ার আগেই কোচ নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা৷ সে কারণেই মঙ্গলবার কলকাতায় সাক্ষাৎকার দিতে আসছেন সম্ভাব্য কোচরা৷

Advertisement

ভারতীয় ক্রিকেটের নতুন কোচের জন্য ক্রিকেটারদের থেকে আবেদন চায় বিসিসিআই৷ দেখা যায়, দেশ ও বিদেশের বহু প্রাক্তন ক্রিকেটার ভারতের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন৷ এ তালিকায় যেমন আছেন রবিন সিং, তেমন আছেন জেসন গিলেসপির মতো অষ্ট্রেলিয় ক্রিকেটাররও৷ মোট ৫০ জন আবেদনকারীর মধ্যে প্রাথমিক পর্বে বেছে নেওয়া হয়েছে ২১ জনকে৷ ক্রিকেটমহলের অন্দরের খবর, পাল্লা ঝুঁকে আছে অনিল কুম্বলে, রবি শাস্ত্রী ও সন্দীপ পাতিলের দিকে৷ তবে পুরোটাই ঠিক হবে সাক্ষাৎকারের ভিত্তিতে৷ এবং তা ঠিক করবেন বিসিসিআইয়ের ‘হোলি ট্রিনিটি’ সৌরভ গঙ্গোপাধ্যায়, শচীন তেন্ডুলকর ও ভি ভি এস লক্ষ্মণ৷ ভারতীয় ক্রিকেটের পরামর্শদাতা হিসেবে তাঁরাই ঠিক করবেন কাকে কোচ হিসেবে নেওয়া হবে৷ এই সাক্ষাৎকার হওয়ার কথা ছিল মুম্বইয়ে৷ কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারছেন না সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আর তাই সম্ভাব্য কোচরাই আসছেন কলকাতায়৷ বিদেশি ক্রিকেটার ও যাঁরা আসতে পারছেন না তাঁদের সঙ্গে কথা বলা হবে ভিডিও কনাফারেন্সিংয়ের মাধ্যমে৷ ইতিমধ্যেই এ নিয়ে এক দফা আলোচনা সেরেছেন সৌরভ, লক্ষ্মণ, শচীন৷ মঙ্গলবারের সাক্ষাৎকার পর্বের পর ২২ জুন জানিয়ে দেওয়া হবে ভারতের পরবর্তী কোচের নাম৷

 

The post কলকাতায় ‘দাদা’র উপস্থিতিতেই হবে ভারতীয় দলের কোচ নির্বাচন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement