shono
Advertisement

দেশের সেরা শ্রীরামপুর থানা! স্বীকৃতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

দেশের সেরা তিন থানার মধ্যে শ্রীরামপুর।
Posted: 09:30 AM Dec 22, 2023Updated: 10:06 AM Dec 22, 2023

স্টাফ রিপোর্টার: বাংলার মুকুটে নয়া পালক। দেশের মধ্যে সেরা তিন থানার তালিকায় জায়গা করে নিল হুগলির শ্রীরামপুর থানা। বৃহস্পতিবার এক্স হ‌্যান্ডলে এই সাফল্যের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Advertisement

তিনি লিখেছেন, ‘গর্বের সঙ্গে জানাচ্ছি, আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শ্রীরামপুর থানাকে দেশের সেরা তিন থানার অন‌্যতম বলে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ৫ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই থানার আধিকারিকের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেবেন। জাতীয় স্তরে অসামান‌্য কৃতিত্বের স্বাক্ষর রাখার জন‌্য আমাদের পুলিশ বাহিনীকে কুর্নিশ।’

[আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দাউদাউ আগুনে আতঙ্ক ছড়াল কেষ্টপুরের বাজারে]

জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) অধীন একটি স্বশাসিত সংস্থা দেশের বিভিন্ন থানা নিয়ে একটি সমীক্ষা করে প্রতিবছর। এ বছরও সেই সমীক্ষা করা হয়েছিল। সেখান থেকে চিঠি দিয়ে জানানো হয় দেশের সেরা তিনটি থানার মধ্যে এই রাজ্যের শ্রীরামপুর থানা রয়েছে। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটে ক্রিসমাসের অনুষ্ঠানের মাঝে সেই ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘আমাদের কাছে চিঠি এসেছে। তিনটি পুলিশ স্টেশন দেশের সেরা আদর্শ পুলিশ স্টেশনের পুরস্কার পেয়েছে কেন্দ্রের থেকে। শ্রীরামপুর থানা তার মধ্যে অন‌্যতম। সব পুলিশকে অভিনন্দন।’’

[আরও পড়ুন: ‘চা-জল খাওয়ানো হয়’, বিচারপতি সিনহার স্বামীর ‘হেনস্তা’র অভিযোগ ওড়াল CID]

এই ঘোষণার পরই চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি (P Javalagi) জানান, বেশ কিছুদিন আগেই এই সমীক্ষা করা হয়েছিল সংস্থার তরফে। তাদের সমীক্ষায় বেশ কয়েকটি নিয়মের কথাও বলা হয়েছিল। তার মধ্যে জনগণকে পরিষেবা দেওয়া, মানুষের সাথে পুলিশের সম্পর্ক, থানা চত্বর কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন এবং কতটা উন্নত পরিষেবার মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে যেতে পেরেছে পুলিশ, তা দেখা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার