সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভ্যাটিক্যানের পোপ হলেও বরাবরই খোলামেলা মানসিকতার তিনি। উদারপন্থী মনোভাবের জন্য গোটা বিশ্বে জনপ্রিয়ও বটে। সেই পোপ ফ্রান্সিস (Pope Francis) এবার যৌনতা নিয়ে প্রকাশ্যে আলোচনা করলেন। তাঁর মতে ‘মানব জীবনে ঈশ্বরের অপূর্ব দান হল যৌনতা।’ সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য পোপ আনসার্স’ নামে একটি তথ্যচিত্র। ডিজনি প্রযোজিত ওই তথ্যচিত্রেই যৌনতা, গর্ভপাত, পর্ন ইন্ডাস্ট্রি, যৌন হেনস্থা, রূপান্তরকামী সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলতে দেখা গিয়েছে ফ্রান্সিসকে। যা গোটা বিশ্বের কৌতূহলের কারণ হয়েছে।
গত বছর রোমে প্রাপ্তবয়স্ক দশ জনের সঙ্গে যৌনতা বিষয়ে আলোচনা করেছিলেন ফ্রান্সিস। সেই আলাপচারিতার কিছু অংশ ডিজনির তথ্যচিত্রে রাখা হয়েছে। যেখানে ৮৬ বছরের পোপ বলেন, “মানবজীবনে ঈশ্বরের অপূর্ব দানগুলির অন্যতম হল যৌনতা।” স্বমেহন নিয়ে তাঁর মন্তব্য, “যৌনতার ভাব প্রকাশ এক ধরনের পবিত্রতা। বিপরীত ভাব প্রকাশ এই পবিত্রতাকে অসম্মান করে।’’
[আরও পড়ুন: ‘দেশের জনবিন্যাস বদলে গেলে সংবিধানের অস্তিত্বই থাকবে না’, আশঙ্কা মাদ্রাজ হাই কোর্টের বিচারপতির]
এইসঙ্গে পর্ন ইন্ডাস্ট্রি, যৌন হেনস্থা, রূপান্তরকামী সম্প্রদায়ের অধিকার নিয়েও মুখ খুলেছেন তিনি। রূপান্তরকামীদের উদ্দেশে পোপের বার্তা, “সকলেই ভগবানের সন্তান। ভগবান তাঁর দরজা থেকে কাউকে ফিরিয়ে দেন না। তিনি সকলের পিতা। চার্চে প্রবেশ করা থেকে কাউকে আটকাব, এমন অধিকার আমারও নেই।” গর্ভপাত নিয়ে ফ্রান্সিসের মন্তব্য, “যে মহিলারা গর্ভপাত করেছেন, ধর্মগুরুদের উচিত তাঁদের ক্ষমার নজরে দেখা। যদিও এই কাজ গ্রহণযোগ্য নয়।”
[আরও পড়ুন: গান্ধীর পরিচয় ও উত্তরাধিকার চিরদিনই RSS-BJP’র অস্বস্তির কারণ, তোপ মহাত্মার প্রপৌত্রের]
এর আগেও যৌনতা নিয়ে খোলামেলা কথা বলেছেন পোপ ফ্রান্সিস। পর্ন ইন্ডাস্ট্রির ক্ষতিকর দিক নিয়ে সরব হয়েছেন তিনি। তাঁর মতে পর্ন ইন্ডাস্ট্রি হল ‘শয়তানের প্রবেশদ্বার’। সাধারণ মানুষের পাশাপাশি ধর্মযাজকদের মধ্যেও পর্ন দেখার প্রবণতা রয়েছে, নিজের মুখে স্বীকার করেছিলেন পোপ। এই বিষয়ে সতর্ক হওয়ার বার্তাও দিয়েছিলেন।