সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবিতে কাজ করেছেন পাক শিল্পী৷ তাই বাধা আসতে পারত কট্টর হিন্দুত্ববাদী দলগুলির থেকে৷ আগেভাগে তা আঁচ করে পরিস্থিতি সামাল দিয়েছিলেন৷ কিন্তু কিং খান পড়লেন অন্য বিপাকে৷ ছবিতে ইসলাম বিরোধিতা করা হয়েছে বলে সরব হল শিয়া সম্প্রদায়ের বহু মানুষ৷
কী কারণে এই ক্ষোভ? ট্রেলারে দেখা গিয়েছে মহরমের শোভাযাত্রার উপর দিয়ে লাফাচ্ছেন রইস তথা শাহরুখ৷ তাঁর হাতে ধরা ইসলামি পতাকা৷ আর এতেই বেজায় চটেছেন ধর্মপ্রাণ ইসলামরা৷ তাঁদের দাবি এই ভঙ্গিতে আসলে অপমান করা হয়েছে ইসলামকে, বিশেষত শিয়াদের আবেগকে৷ গাজিপুরের শিয়া গোষ্ঠী চালিত এক স্বেচ্ছাসেবী সংস্থা এ ব্যাপারে ছবিটির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে৷ তাদের দাবি, ইমাম হাসানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে যে শোভাযাত্রা তার উপর দিয়ে লাফানো উচিত নয়৷ এরকম একটা দৃশ্য ইসলামদের ধর্মবিশ্বাসেই আঘাত হেনেছে৷ সংস্থার দাবি, ছবি থেকে দৃশ্যটি বাদ দেওয়া হোক৷
শাহরুখের উপরও বেশ চটেছেন সকলে৷ কেননা এই শিয়া সম্প্রদায়ের মানুষের দাবি, শাহরুখ নিজে তো জানতেন এটা ধর্মবিরুদ্ধ৷ হাসানের প্রতি শ্রদ্ধা জানাতে ইসলাম ধর্মাবলম্বীরা এই কাজ করেন৷ সব জেনেশুনে কেন নায়ক এ কাজ করলেন সে প্রশ্নই তুলেছেন তাঁরা৷
তবে শুধু প্রশ্ন তুলেই ক্ষান্ত নয়৷ রীতিমতো প্রতিবাদের পথে হাঁটতে চলেছে এই গোষ্ঠী৷ দেশের বেশ কয়েকটি শিয়া সম্প্রদায় এই ইস্যুতে একজোট হয়েছে৷ এখন টিম রইস এই অভিযোগের কী উত্তর দেয় তার উপরই পুরো বিষয়টি নির্ভর করছে৷
পাক শিল্পীর কাজ করা নিয়ে যাতে কোনও সমস্যা না বাধে সে কারণে আগেই রাজ ঠাকরের সঙ্গে দেখা করেছিলেন শাহরুখ৷ তবে সে পর্ব মিটতে না মিটতে ফের নয়া ঝামেলায় জড়ালেন তিনি৷
The post ‘রইস’ ট্রেলারে ইসলামের অসম্মান, প্রতিবাদে শিয়া সম্প্রদায় appeared first on Sangbad Pratidin.