shono
Advertisement

‘তোমার যেন কত বয়স গৌরী?’ বেমালুম স্ত্রীয়ের বয়স ভুললেন শাহরুখ! তারপর…

গৌরীর সম্পর্কে নানা কথা শেয়ার করেন বলিউড বাদশা।
Posted: 09:41 AM May 16, 2023Updated: 09:41 AM May 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলেব হোক বা সাধারণ পুরুষ মানুষ। স্ত্রীকে অল্প স্বল্প ভয় পান বেশিরভাগ বিবাহিত পুরুষ মানুষই। শাহরুখও এর থেকে বাদ যান না। আর তার প্রমাণ পাওয়া গেল সদ্য।

Advertisement

সোমবার গৌরী খানের কফি টেবিল বইয়ের প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ (Shahrukh Khan)। সেখানেই আড্ডা দিতে গিয়ে গৌরীর সম্পর্কে নানা কথা শেয়ার করেন বলিউড বাদশা।

শাহরুখের কথায়, ”গৌরীর বইটা পড়ার জন্য আমি খুব উত্তেজিত। আমি জানতে চাই, গৌরী এই বইয়ে নতুন কিছু ডিজাইনের কথা লিখেছে কিনা। যদি নতুন কিছু লিখে থাকে, তাহলে গৌরীকে বলব আমার রুমের জন্য সেটা করতে। ”

 

[আরও পড়ুন: ‘পথে হল দেরি’ বলতে নারাজ! অজানা ব্যক্তির বাইকে চেপে বসলেন অমিতাভ বচ্চন]

শুধু তাই নয়। এই বই প্রকাশ অনুষ্ঠানে শাহরুখ জানালেন, গৌরী সারাদিনই দারুণ ব্যস্ত থাকে। তবে গৌরীর মতে, শাহরুখ বা তিনি নন, বরং পুরো পরিবারে সবচেয়ে ব্যস্ত আরিয়ান।

তবে এসবের মাঝেই কথা কথায় গৌরীর বয়স ভুল বললেন, শাহরুখ। সঙ্গে সঙ্গে শাহরুখকে থামালেন গৌরীও। তারপরই একটু ঘাবড়ে গিয়ে শাহরুখ বলে ফেললেন, তোমার বয়স কত গৌরী, তোমায় দেখলে তো বয়স মনেই পড়ে না! কীভাবে পরিস্থিতি সামলাতে হয় শাহরুখ তা যে ভাল জানেন, ফের তার প্রমাণ পাওয়া গেল।

[আরও পড়ুন: দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’র নায়িকা ও পরিচালক, কেমন আছেন দু’জন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement