shono
Advertisement

‘ও সচ্চা মুসলিম নয়, ওকে গুলি করে মেরে ফেলা হোক!’শাহরুখকে খুনের হুমকি মৌলবির

গোটা বিশ্বে ইতিমধ্যেই ২৩৫ কোটির ব্যবসা করেছে 'পাঠান'।
Posted: 09:23 AM Jan 27, 2023Updated: 11:53 AM Jan 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ছবির বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে শাহরুখের ‘পাঠান’। একদিনেই গোটা বিশ্বজুড়ে ২৩৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। যে ছবি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল, সেই বিতর্ক এখন প্রায় অতীত। তবে পাঠান জ্বরে যখন গোটা দুনিয়া কাবু, ঠিক সময়ই প্রাণনাশের হুমকি পেলেন শাহরুখ খান। বৃহস্পতিবার মুম্বইয়ের মৌলবি রহমান শাহরুখকে মেরে প্রাণে ফেলার কথা বলেন। তাঁর কথায়, ‘শাহরুখ সচ্চা মুসলিম নয়, দক্ষিণপন্থী সংগঠনগুলো শাহরুখের বাড়ি যাক এবং তাঁকে গুলি করে মেরে ফেলুক।’ শুধু তাই নয়, মৌলবি বলেন, ‘এই ছবি নিষিদ্ধ হওয়া উচিত। এখানেই শেষ করেননি। শাহরুখের উদ্দেশে মৌলবি রহমান জানান, শাহরুখ নিজে যা খুশি করুক, কিন্তু মহম্মদকে অপমান করলে, তাঁকে ছেড়ে দেওয়া হয় না।’

Advertisement

ছবি মুক্তির প্রথম দিনই ‘পাঠান’ বুঝিয়ে দিয়েছিল আগামী কয়েক সপ্তাহ বক্স অফিসে রাজত্ব চলবে তারই। শাহরুখ ম্যাজিকই যে বলিউডের সুদিন ফেরাবে তা কিং খান যেন আবার প্রমাণ করে দিলেন। ট্রেন্ড বলছে ‘পাঠান’ সব সিনেমার রেকর্ড ভেঙে দেবে। খবর অনুযায়ী, দর্শকদের অনুরোধে গোটা দেশ জুড়ে তিনশো শো বাড়ানো হয়েছে। ‘পাঠান’ নিয়ে উন্মাদনা এতটাই তুঙ্গে যে, শো টাইম শুরু হচ্ছে সকাল ৭ টা থেকে আর শেষ হচ্ছে রাত ১২ টারও পর। সব মিলিয়ে ‘পাঠান’ (Pathaan Movie) যে দর্শকদের মনে দারুণ জায়গা করে নিয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে।

[আরও পড়ুন: ঠান্ডা লড়াই শেষ? ‘পাঠান’ ঝড়ের মাঝেই ৭ বছর পর আমিরের বাড়িতে সলমন খান ]

তা প্রথম দিন কেমন ব্যবসা করল পাঠান। বক্স অফিসে (Box Office) রিপোর্ট অনুযায়ী, বুধবার বিকেল ৫ টা পর্যন্ত দেশজুড়ে পাঠানের আয় ৪৫ থেকে ৫০ কোটি টাকা। অন্যদিকে, দক্ষিণ ভারতে এই ছবির তেলেগু ও তামিল ভার্সানও ভালই ব্যবসা করছে। হিসেব বলছে, এই দু’ভাষায় পাঠানের ঝুলিতে রয়েছে ১ থেকে ৩ কোটি টাকা।

বক্স অফিসে ঝড় তুলেছে ‘পাঠান’ (Pathaan)। রেকর্ড অগ্রিম বুকিংয়ের হিসেবে তেমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আর সেই হিসেবেই শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাকে অনায়াসে টপকে যেতে পারে । এমনটাই মত চলচ্চিত্র বিশেষজ্ঞদের।

কিছুদিন আগে বজরং দল হুমকি দিয়েছিল ছবিটি গুজরাটে রিলিজ করতে দেওয়া হবে না। ছবির প্রর্দশন আটকাতে গুয়াহাটির একটি সিনেমা হলে চড়াও হয় কট্টরপন্থী এই দলের সদস্যরা। এর আগে ছবির ‘বেশরম গান’ নিয়ে আপত্তি তোলা হয়েছিল। নায়িকা দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়েও তীব্র কটাক্ষ করা হয়েছে। ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ। কিন্তু শাহরুখের কামব্যাক ছবির মুক্তিতে বিতর্কের রং একেবারে ফিকে।

[আরও পড়ুন: ‘পাঠান’ বিরোধী বিক্ষোভ ঘিরে দাঙ্গা পরিস্থিতি মধ্যপ্রদেশে! উঠল বিতর্কিত স্লোগান, দায়ের বহু FIR]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement