সুরজিৎ দেব, গঙ্গাসাগর: নাম না করে ফের বিজেপিকে হুঁশিয়ারি দিলেন পুরীর শংকরাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। বলেন, “যাঁরাই আমার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন তাঁরা সকলেই ক্ষমতাচ্যুত হয়েছেন এবং ‘চুরচুর’ হয়ে গিয়েছেন।” উদাহরণস্বরূপ মুলায়ম সিং যাদব, লালুপ্রসাদ যাদব, নরসিমা রাও এবং জ্যোতি বসুর প্রসঙ্গ টানেন তিনি। শংকরাচার্য বলেন,”এঁরা আমার সঙ্গে বিরোধ করেছিলেন তার পর আমায় কিছু করতে হয়নি। তাঁরা নিজেরাই ক্ষমতাচ্যুত এবং অস্তিত্বহীন হয়ে পড়েন।”
সাগরমেলা নিয়ে রাজ্য সরকারের অবস্থানের প্রশংসা করে শংকরাচার্য বলেন,”গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকার নিজের সীমার মধ্যে থেকে কাজ করেছে। অযথা ধর্মীয় হস্তক্ষেপ করে সাগরমেলার কোনও মর্যাদা নষ্ট করেনি এই রাজ্যের সরকার। মেলার যাবতীয় ব্যবস্থাপনা ঐতিহ্য মেনেই হয়েছে। গঙ্গাসাগর মেলায় রাজ্যের শাসক বিচারবুদ্ধির পরিচয় দিয়েছে।”
[আরও পড়ুন: ভারতে ক্ষুব্ধ মুইজ্জুর মালদ্বীপ, জয়শংকর বলছেন, ‘কোনও গ্যারান্টি নেই’, কীসের ইঙ্গিত?]
এদিন শংকরাচার্য আরও জানান,”যাঁর কথায় লোভ, ভয় ও উদ্বেগ থাকে, সেই কথায় কোনও প্রভাব পড়ে না। আমার কথায় যদি লোভ , ভয় এবং উদ্বেগ থাকত তাহলে আমার কথাতেও প্রভাব পড়ত না। কিন্তু আমার কথায় প্রভাব পড়ে। মূর্তি প্রতিষ্ঠা নিয়ে যে আড়ম্বর হচ্ছে, এই নিয়ে যদি সুপ্রিম কোর্ট আমার কাছে কিছু জানতে চায় তখন আমি সমস্ত কিছু দেখে আমার মতামত দেব।”
বিজেপি শংকরাচার্যকে কংগ্রেসের লোক আখ্যা দেওয়ার প্রশ্নে প্রত্যুত্তরে শংকরাচার্য জানান, “কংগ্রেস আমলে তবে কি আমি জনসংঘের হয়ে কথা বলতাম? মোদি, যোগী, সোনিয়া সকলেই জানেন আমি কোনও রাজনৈতিক দলের লোক নই।”