shono
Advertisement

Breaking News

কেরলে বন্যা দুর্গতদের জন্য এ কাজটাই করল Google

কী করল সংস্থাটি, জানেন? The post কেরলে বন্যা দুর্গতদের জন্য এ কাজটাই করল Google appeared first on Sangbad Pratidin.
Posted: 02:58 PM Aug 21, 2018Updated: 03:28 PM Aug 21, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে রয়েছে বন্যা বিধ্বস্ত কেরল৷ দেশের গণ্ডি পেড়িয়ে কেরলের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহলও৷ বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে ‘ঈশ্বরের আপন দেশ’-এ৷ সরকারি হিসাবে সলিল সমাধি হয়েছে প্রায় চারশো মানুষ৷ বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে৷ নিখোঁজ কয়েক হাজার মানুষ৷ তাঁদের এখনও খোঁজ চলছে৷ অনেক প্রত্যন্ত এলাকায় এখনও পৌঁছাতে পারেনি সেনা৷ এমন পরিস্থিতিতে কেরলের দুর্গত মানুষদের সাহায্যার্থে এগিয়ে এল গুগল৷ বিপর্যস্ত মানুষদের জন্য সংস্থাটি আনল নয়া পরিষেবা৷

Advertisement

[বন্যা দুর্গতদের খুঁজতে নয়া অ্যাপ, বিনামূল্যে পরিষেবা দিচ্ছে টেলিকম সংস্থাগুলি]

গুগলের এই নয়া পরিষেবায়, এবার অফলাইনেও তাঁদের নির্দিষ্ট লোকেশন জানাতে পারবেন জলবন্দি কেরলের মানুষরা৷ অ্যানড্রয়েড ফোন বা ট্যাবলেট ব্যবহার করে অফলাইনে গুগল ম্যাপের সাহায্যে তাঁদের নির্দিষ্ট লোকেশন জেনারেট করতে পারবেন সাহায্যপ্রার্থী মানুষগুলি৷ একবার লোকেশন জেনারেট করলেই তা সরাসরি পৌঁছে যাবে উদ্ধারকারী সেনা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কাছে৷ ফলে খুব সহজেই প্রত্যন্ত অঞ্চল থেকেও সাধারণ মানুষকে উদ্ধার করে নিয়ে আসতে পারবেন উদ্ধারকারীরা৷

[হজযাত্রীদের জন্য সুখবর, এবার অ্যাপেই মিলবে একগুচ্ছ সুবিধা]

কেমন ভাবে কাজ করবে এই অফলাইন পরিষেবা? জানা গিয়েছে, অফলাইনে গুগল ম্যাপের সাহায্যে কোনও একজন তাঁর নির্দিষ্ট লোকেশন কোডের আকারে শেয়ার করতে পারবেন৷ তাতে থাকবে নির্দিষ্ট রাস্তা নাম বা ঠিকানা বা কোনও ল্যান্ডমার্ক৷ গ্রাহক তাঁর নির্দিষ্ট লোকেশন সংক্রান্ত কোডটি মেসেজের মাধ্যমে বা ভয়েস কলের সাহায্যে ছড়িয়ে দিতে পারবেন৷ যা পৌঁছে যাবে উদ্ধারকারীদের কাছে এবং এর মাধ্যমেই সেই ব্যক্তিকে উদ্ধার করতে পারবে সেনা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি৷ ইতিমধ্যে, এই পরিষেবার লাভও পেয়েছেন দুর্গত মানুষেরা৷ অনেককেই উদ্ধার করে পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণ শিবিরে৷

The post কেরলে বন্যা দুর্গতদের জন্য এ কাজটাই করল Google appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement