shono
Advertisement

রাম জন্মভূমির উপর ছবি তৈরি করছে শিয়া ওয়াকফ বোর্ড

সোমবার মুক্তি পাচ্ছে টিজার৷ The post রাম জন্মভূমির উপর ছবি তৈরি করছে শিয়া ওয়াকফ বোর্ড appeared first on Sangbad Pratidin.
Posted: 06:44 PM Nov 18, 2018Updated: 07:03 PM Nov 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় হয়ে রয়েছে অযোধ্যা মামলা৷ কিন্তু যত উনিশের লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, ততই ওই বিতর্কিত জমিতে রাম মন্দির গড়ার দাবিতে চড়ছে রাজনৈতিক উত্তাপ৷ এমত পরিস্থিতিতে ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির গড়ল শিয়া ওয়াকফ বোর্ড৷ রাম জন্মভূমির উপর নয়া সিনেমা নির্মাণের কথা ঘোষণা করল সংগঠনটি৷ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণাই করলেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভি৷

Advertisement

[আরও শক্তিশালী হবে নৌসেনা, মার্কিন ফৌজি কপ্টার ‘রোমিও’ কিনছে ভারত]

জানা গিয়েছে, সোমবার, ১৮ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটির প্রথম ঝলক৷ এই ছবির মাধ্যমে তুলে ধরা হবে অযোধ্যার বিতর্কিত ওই জমি সম্পর্কে নানান অজানা তথ্য৷ বোর্ডের চেয়ারম্যান রিজভি জানান, “কীভাবে ভারতের দুই সবচেয়ে বড় সম্প্রদায়ের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে এবং কিছু উগ্রবাদী কীভাবে নিজ স্বার্থসিদ্ধির জন্য এই দুই সম্প্রদায়ের বিশ্বাসকে কাজে লাগিয়েছে, সমস্ত বিষয়টাই এই সিনেমাতে তুলে ধরা হবে৷” 

[ক্ষমতায় থেকেও মন্দির নির্মাণে ব্যর্থ, মোদি-যোগীকে কটাক্ষ বিজেপি নেতার]

এটাই প্রথম নয়, এর আগেও রাম মন্দিরের পক্ষে সওয়াল করেছিল শিয়া ওয়াকফ বোর্ড৷ একবার তাঁরা জানিয়েছিল যে, রাম মন্দির তৈরির জন্য নিজেদের ভাগের এক তৃতীয়াংশ জমি হিন্দুদের হাতে তুলে দিতে রাজি তারা৷ এলাহাবাদ হাই কোর্টের রায়ে যে জমি তাঁরা পেয়েছিলেন, সেই জমির অংশই হিন্দুদের হাতে তুলে দিতে রাজি বলে জানিয়েছিল সংগঠনটি৷ চলতি বছর ইদ ও স্বাধীনতা দিবসের আগেও দেশের স্বার্থের কথা ভেবে বড় নির্দেশিকা জারি করেছিল সংগঠনটি৷ ইদের আগে উপত্যকায় নাশকতার মাত্রা বাড়িয়ে দিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা৷ নৃশংসভাবে খুন করা হয়েছে, সাংবাদিক সুজাত বুখারি ও ভারতীয় সেনা জওয়ান ঔরঙ্গজেবকে৷ এই ঘটনার প্রতিবাদে ইদ না পালন করার নির্দেশিকা জারি করে শিয়া মুসলিমদের এই সংগঠনটি৷ পাশাপাশি, ১৫ আগস্ট দেশবাসী হিসাবে, শিয়া মুসলিমদের জন্য ‘ভারত মাতা কি জয়’ বলার এবং জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ জারি করে এই বোর্ড৷

The post রাম জন্মভূমির উপর ছবি তৈরি করছে শিয়া ওয়াকফ বোর্ড appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement